বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) রয়েছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে যশস্বী জয়সওয়াল এবং তিলক ভার্মা জায়গা পাওয়ায় সকলেই খুশি হয়েছিল। কিন্তু সেইসঙ্গে কেকেআর তারকা রিঙ্কু সিং (Rinku Singh) ক্যারিবিয়ান সফরের জন্য দলে জায়গা না পাওয়ায় ভক্তরাও বিসিসিআইয়ের (BCCI) নির্বাচক মন্ডলীকে দোষারোপ করেছে। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করার পাশাপাশি আইপিএলের (IPL 2023) মতো মঞ্চে হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন রিঙ্কু।
তবে বিসিসিআই যখন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছিল, তখন তারা রিঙ্কুকে দলে জায়গা না দেওয়ায় চরম সমালোচনার মুখে পড়েছিল। সেই সমালোচনায় এবার লাভ হয়েছে বলেই মনে করা হচ্ছে। টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়া রিঙ্কু এবং তার পাশাপাশি তরুণ ওপেনার রুতুরাজ গায়কোয়াডকে খুব শীঘ্রই ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে বলে নিশ্চিত খবর পাওয়া গিয়েছে।
আসন্ন আগস্ট মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সেই সিরিজের জন্য বিসিসিআই রিঙ্কু, যিনি ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে জায়গা পাননি, তাকে এবং ওপেনার রুতুরাজ গায়কোয়াড়কে নিশ্চিতভাবে জায়গা দেওয়া হবে।
নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে “রিঙ্কু এবং অন্যান্য ক্রিকেটার, যারা আইপিএলে ভাল পারফরম্যান্স করেছে তারা আয়ারল্যান্ডে উড়ে যাবে কারণ নির্বাচক কমিটি এক পর্যায়ে সবাইকে সুযোগ দিতে পারে না। ক্যারিবিয়ান সফরের ভারতীয় দলে সাতজন এমন খেলোয়াড় আছেন যারা ওই টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছেন না। কারণ সেই খেলোয়াড়দের বিসিসিআই তরতাজা অবস্থায় আগস্টের শেষের দিকে এশিয়া কাপে নামাতে চায়। সেই জায়গাতেই সুযোগ পাবেন রিঙ্কুরা।”
ক্যারিবিয়ান সফরের ভারতীয় স্কোয়াড: ঈশান কিষান (উইকেটরক্ষক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিশ্নই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান, মুকেশ কুমার।