বড় আশা ছিল, কিন্তু হল না! বিশ্বকাপে সুযোগ না পেতেই দীর্ঘশ্বাস রিঙ্কুর বাবার, জানালেন….

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আসন্ন T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) জন্য ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ভারতীয় দলের (India National Cricket Team)। যদিও, ওই দল সামনে আসার পরেই বিভিন্ন বিষয়ে শুরু হয়েছে আলোচনা। শুধু তাই নয়, ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিং (Rinku Singh) সুযোগ না পাওয়ায় অবাক হয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও।

জানিয়ে রাখি যে, এই বাঁ-হাতি ব্যাটার IPL-এ ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। শুধু তাই নয়, ভারতের হয়ে T20 আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই তিনি জাতীয় দলে ধারাবাহিকভাবে ভালোভাবে খেলে আসছেন। এমতাবস্থায়, T20 বিশ্বকাপের ১৫ সদস্যের দলে রিঙ্কু অন্তর্ভুক্ত না হলেও তিনি শুভমান গিল, আবেশ খান এবং খলিল আহমেদের সাথে রিজার্ভ খেলোয়াড়দের মধ্যে স্থান পেয়েছেন। এদিকে, ছেলে দলে সুযোগ না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন রিঙ্কুর বাবা খানচন্দ্র সিং।

কি জানিয়েছেন রিঙ্কুর বাবা: রিঙ্কু সিং দলে অন্তর্ভুক্ত না হওয়ায় তাঁর বাবা খানচন্দ্র সিং ইন্ডিয়া ২৪-এর সাথে কথা বলার সময়ে এই বিষয়ে তাঁর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “অনেক প্রত্যাশা ছিল। তাই কিছুটা দুঃখও আছে। আমরা মিষ্টি ও বাজি নিয়ে এসেছিলাম। ভেবেছিলেন প্রথম ১১-তে খেলবে।” পাশাপাশি তিনি জানান, রিঙ্কুর মনও খারাপ। রিঙ্কু তাঁর মাকে ফোন করে জানিয়েছিলেন যে, তাঁকে বিশ্বকাপ দলে রাখা হয়নি।

আরও পড়ুন: অনিশ্চিত মুম্বইয়ের দুই বিধ্বংসী প্লেয়ার! ফাইনালের আগেই সুখবর মোহনবাগানের জন্য

“রিঙ্কুর মন ভেঙে গেছে”: রিঙ্কুর বাবা বলেন, “ওর মন ভেঙে গেছে। সে তার মায়ের সাথে কথা বলে জানায় যে তার নাম প্রথম ১১ বা ১৫-তে নেই। তবে তাকে বলা হয়েছে সে যাচ্ছে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ২৬ বছর বয়সী রিঙ্কু সিং এখনও পর্যন্ত ভারতের হয়ে ১৫ টি T20 ম্যাচ খেলেছেন। যেগুলিতে তিনি দলের জন্য ফিনিশারের ভূমিকা পালন করেছেন এবং ১৭৬ স্ট্রাইক রেটে ৩৫৬ রান করেছেন।

আরও পড়ুন: এপ্রিলে তাপমাত্রা ভাঙল ১২৩ বছরের রেকর্ড! মে’-তে পরিস্থিতি হবে ভয়াবহ, ভয়ঙ্কর পূর্বাভাস IMD-র

এদিকে, নীল জার্সিতে তাঁর নামে দুটি হাফ সেঞ্চুরিও যুক্ত হয়েছে। এছাড়াও, রিঙ্কু সিং এখন পর্যন্ত IPL-এ খেলা ৪০ টি ম্যাচে ১৪৩ স্ট্রাইক রেটে ৮৪৮ রান করেছেন। যার মধ্যে তাঁর ব্যাট থেকে ৪ টি হাফ সেঞ্চুরিও দেখা গেছে।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X