ভারতীয় সেনার কুকুরের মাথায় তিনটি গুলি, জঙ্গি হামলায় প্রাণ হারাল বহু সফল অভিযানের সঙ্গী ‘Axel”

বাংলাহান্ট ডেস্ক : শনিবার জম্মু ও কাশ্মীরে এক জঙ্গির সাথে ভারতীয় সেনার লড়াইয়ের মাঝে এক্সেল নামে একটি সেনা কুকুরের মৃত্যু ঘটলো। ভারতীয় সেনাসূত্রের খবর এক্সেল নামক সেনাবাহিনীর এই কুকুরটির মাথায় মোট তিনটি গুলি লাগে এর ফলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। বারামুল্লার ওয়ানিগামে অভিযানের বিষয়ে অবহিত কর্মকর্তারা বলেছেন যে, জঙ্গি শেষ পর্যন্ত নিহত হয়েছে কিন্তু পশু চিকিৎসকদের কাছে যাওয়ার আগেই অ্যাক্সেল এর মৃত্যু হয়।

পুলিশের মতে,পাঁচ ঘন্টা ধরে চলা এনকাউন্টারে আখতার হুসেন ভাট নামে এক জঙ্গি নিহত হয়েছে এবং সংঘর্ষে দুই সেনা ও একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বারামুল্লার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ মহম্মদ রইস ভাট বলেছেন, জঙ্গিরা ওয়ানিগাম গ্রাম ঘিরে ফেললে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। সংঘর্ষের পর ঘটনাস্থল থেকে একটি রাইফেল, তিনটি ম্যাগাজিন এবং একটি থলি উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তাদের মতে, একটি ভাল প্রশিক্ষিত অ্যাসল্ট কুকুর জঙ্গিদের লুকিয়ে থাকা স্থান সন্ধান করে ফেলতে পারে এবং তাদের কাছে মারাত্মক আঘাতের কারণ হতে পারে।অ্যাক্সেল জঙ্গির আরও কাছাকাছি গেলে এনকাউন্টার অনেক আগেই শেষ হয়ে যেত। অ্যাক্সেল এর আগে কয়েকটি সফল অপারেশনের অংশ ছিল এবং একটি দক্ষ অ্যাসল্ট কুকুর ছিল।

সেনার একজন কর্মকর্তা বলেন, ড্রোনগুলি আমাদেরকে একটি বিল্ডিং বা বাড়ির একটি সংক্ষিপ্ত বিবরণ দেয় যেখানে জঙ্গিরা আটকা পড়ে থাকে। তবে তারা আমাদের একটি বাড়ি বা অ্যানেক্সির ভিতরে নির্দিষ্ট করে দেয় না। সেই সময় কুকুররা আমাদের কাজে আসে এবং আমাদের অপারেশনে সাহায্য করে যেখানে কক্ষের ভিতর হস্তক্ষেপ প্রয়োজন হয়।”

কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অ্যাক্সেল ভালো কাজ করেছে। তারা জানিয়েছেন, “আমরা সম্প্রতি তাকে সোপোরের তুলিবাল এলাকায় একটি এনকাউন্টার সাইটে নিয়ে গিয়েছিলাম। সেখানে দুই জঙ্গি নিহত হয়েছিল এবং সে অসাধারণ কাজ করেছিল। এই ঘটনায় আমাদের পুরো ইউনিট শোকস্তব্ধ।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর