কোহলির শততম টেস্টের প্রথম দিনের নায়ক রিশভ পন্থ, অল্পের জন্য হাতছাড়া হলো শতরান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি নিজের শততম টেস্ট ম্যাচে একটুর জন্য অর্ধশতরান পাননি। ৪৫ রানে বোল্ড হয়ে ফেরেন তিনি। সকলে ভেবেছিলেন দিনের সবচেয়ে বেদনাদায়ক দৃশ্য হতে চলেছে কোহলির এই আউট হওয়া। কিন্তু দিন শেষে কোহলি নয়, অন্য এক ক্রিকেটারের জন্য আপসোস করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রিশভ পন্থ দুর্দান্ত ব্যাটিং করছিলেন। কিন্তু শতরানের খুব কাছে এসে ৯৬ রানের মাথায় আউট হন তিনি। তার এই ইনিংসটির জন্য তিনি বাহবা এবং সমবেদনা দুইই পাচ্ছেন।

এদিন ভারত টস জিতলে অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেট হয়েও ওপেনার দুজন বড় রান করতে ব্যর্থ হন। রোহিত শর্মা এবং ময়ঙ্ক আগরওয়াল দুজনকেই ক্রিজে বেশিক্ষণ থাকতে দেননি শ্রীলঙ্কার বোলাররা। এরপর তিন নম্বরে নামা হনুমা বিহারী একটি দুর্দান্ত অর্ধশতরান এবং বিরাট কোহলি, তার শততম টেস্টে খেলে ৪৫ রান করে বিদায় নেন।

এরপর প্রথমে শ্রেয়স আইয়ার এবং পরে রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে ভারতকে টানেন পন্থ। রনসিংহে লাকমলের বলে বোল্ড হওয়ার আগে অবধি শ্রীলঙ্কার বোলারদের উড়িয়ে দিচ্ছিলেন তিনি। তিনি প্রথম ৫০ রান করেন ৭৩ বলে। তার পরের ৪৬ রান আসে মাত্র ২৪ বলে। তার ইনিংস সাজানো ছিল ৯ টি চার এবং ৪ টি ছক্কা সহযোগে। এই নিয়ে চারবার দেশের মাটিতে টেস্ট ক্রিকেট খেলতে গিয়ে চারবার ৯০-এর ঘরে আউট হন পন্থ। তিনি আউট হওয়ার পর মাঠে উপস্থিত প্রতিটি দর্শক তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান।

কোহলি এবং শ্রেয়স আইয়ার আউট হওয়ার পরে, দেখে মনে হয়েছিল যেন শ্রীলঙ্কানরা একটি সুবিধাজনক জায়গায় গিয়ে দিনটি শেষ করবে। তবে পন্থ এবং জাদেজা তা হতে দেননি। দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেট হারিয়ে ৩৫৭। ৪৫ রানে অপরাজিত জাদেজা এবং অশ্বিন রয়েছেন ক্রিজে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর