বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার উইকেটের পেছনে দাড়িয়ে ব্যর্থ ঋষভ পন্থ। স্ট্যাম্পিংয়ের সহজ সুযোগ মিস করলেন পন্থ। এইদিন রবীচন্দ্রন অশ্বিনের বলে স্ট্যাম্প করার একটি সহজ সুযোগ চলে এসেছিল ঋষভ পন্থের কাছে কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে সেই সহজ সুযোগ মিস করেন ঋষভ পন্থ। পন্থের এমন কর্মকান্ড দেখে মাথায় হাত দিয়ে বসেন রবীচন্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এমন বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছিলেন পন্থ তবে ব্যাট হাতে তিনি কিপিং এর সমস্ত ব্যর্থতা ঢেকে দিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে টেস্ট ক্রিকেটে নিজের জায়গা পাকা করে ফেলেছেন পন্থ, ভারত অধিনায়ক বিরাট কোহলির কথা থেকে অন্তত এমনটাই স্পষ্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথম পছন্দ হিসেবে রাখা হবে ঋষভ পন্থকে।
#INDvsENG #RishabhPant doing #RishabhPant pic.twitter.com/ipfUUIAJqm
— Ravi (@ravibcn) February 7, 2021
এই দিন যখন ভারতের তাবড় তাবড় ব্যাটসম্যানরা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তখন মাত্র 89 বলে 91 রানের মারকাটারী ইনিংস খেলেন পন্থ। ব্যাট হাতে তিনি ইংল্যান্ডের বোলারদের নাজেহাল করে তোলেন। তবে ব্যাট হাতে পন্থ যতই মারকাটারী ইনিংস খেলুক না কেন উইকেটের পেছনে দাঁড়িয়ে ভরসা জোগাতে পুরোপুরি ব্যর্থ তিনি। ইংল্যান্ড ইনিংসের 156 তম ওভারে বল করছিলেন অশ্বিন। সেই সময় অশ্বিনকে এগিয়ে এসে মারতে গিয়ে বলের লাইন মিস করেন ইংল্যান্ডের জ্যাক লিচ। তবে তাড়াহুড়ো করতে গিয়ে লিচকে স্ট্যাম্প করার সহজ সুযোগ মিস করেন পন্থ সেখানে ঋদ্ধিমান সাহা থাকলে হয়তো নিশ্চিত আউট হতেন লিচ। আর পন্থের এমন কর্মকাণ্ড দেখেই মাথায় হাত দিয়ে বসে রবীচন্দ্রন অশ্বিন।