বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির একটি শট তৎকালীন বিশ্ব ক্রিকেটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, তা হল “বাপি বাড়ি যা।” একটা সময় এই “বাপি বাড়ি যা” শট মেরেই বোলারদের শাসন করতেন সৌরভ গাঙ্গুলি। অনেকদিন আগেই তিনি খেলা ছেড়েছেন তারপর থেকে আর এই শট মারতে দেখা যেত না কোন ক্রিকেটারকে। তবে দীর্ঘদিন পর সৌরভ গাঙ্গুলীর সেই স্মৃতি তরতাজা করে তুলছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ।
ক্রিকেটের যেকোনো ফরমেট সে টিটোয়েন্টি হোক কিংবা ওয়ানডে কিংবা টেস্ট সবসময় আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করতে দেখা যায় ঋষভ পন্থকে। বিভিন্ন আক্রমণাত্মক শট খেলে তিনি সবসময়ই বোলারদের ওপর চাপ সৃষ্টি করে রাখেন। এবার সেই সঙ্গে যুক্ত হল “বাপি বাড়ি যা” শট। ঘরের মাঠেই হোক কিংবা বিদেশের মাটি বারবার এই বাপি বাড়ি যা শট খেলে সৌরভ গাঙ্গুলির স্মৃতি তাজা করে তুলছেন ঋষভ পন্থ।
https://twitter.com/CowCorner9/status/1360825664169934848?s=20
ভারতের ইনিংসে একটা সময় মঈন আলি বল করতে এসে এক ওভারেই ফিরিয়ে দেন ইশান শর্মা এবং অক্ষর প্যাটেলকে। তবে এক ওভারে দুটি উইকেট নিলেও মঈন আলিকে ধীরে খেলার কথা ভাবেননি ঋষভ পন্থ, তারপরের বলেই তাকে মারতে শুরু করেন। এছাড়াও ভারতের ইনিংসের 91 তম ওভারে ইংরেজি অধিনায়ক জো রুট বল করতে এলে তাকে এগিয়ে গিয়ে বাউন্ডারিতে ফেলে দেন পন্থ। আর পন্থের এমন ব্যাটিং দেখে মনে হচ্ছে মহারাজের “বাপি বাড়ি যা” মেজাজ। ঋষভ পন্থের এমন দুর্দান্ত মেজাজে ব্যাটিং দেখে অবাক হয়ে যান ড্রেসিংরুমে বসে থাকা ভারত অধিনায়ক বিরাট কোহলিও। একেবারে হতবাক হয়ে ঋষভ পন্থের ব্যাটিং দেখেন কোহলি।
https://twitter.com/CowCorner9/status/1360825664169934848?s=20
https://twitter.com/CowCorner9/status/1360825664169934848?s=20