গর্বিত কন্নড়, ‘কানতারা’ হিট হলেও শিকড়ের টান ছেড়ে বলিউডে আসবেন না রিষভ

বাংলাহান্ট ডেস্ক: কেজিএফ চ্যাপ্টার ১ এবং চ্যাপ্টার ২ এর পর যে ছবি কন্নড় ইন্ডাস্ট্রির (Kannada Industry) মুখ আরো উজ্জ্বল করেছে তার নাম ‘কানতারা’ (Kantara)। রিষভ শেট্টির (Rishab Shetty) লেখা, পরিচালিত এবং অভিনীত ছবিটি বক্স অফিসে সাড়া ফেলার সঙ্গে সঙ্গে ভাষার গণ্ডি ঘুচিয়ে সমস্ত ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের মুগ্ধ করেছে। কার্যত কানতারার ওয়ান ম্যান আর্মি রিষভ শেট্টি।

স্বাভাবিক ভাবেই কানতারার পর রিষভের জনপ্রিয়তা পৌঁছেছে বলিউডেও। কন্নড় ছবির হিন্দি সংষ্করণ সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত বলিউড ছবিগুলিকেও ছাপিয়ে গিয়েছে ব্যবসার নিরিখে। বলিউড পরিচালক প্রযোজকরা এখন রিষভকে নিজেদের ইন্ডাস্ট্রিতে টানতে মরিয়া। আহ্বানে সাড়া দিয়ে কয়েকজন দক্ষিণী অভিনেতা অভিনেত্রী হিন্দি ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন বটে, তবে স্রোতে গা ভাসাতে রাজি হলেন না রিষভ।

Kantara rishab shetty
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিষভ বলেন, তিনি একজন গর্বিত কন্নড়। শুধুমাত্র কন্নড় ছবিই করতে চান তিনি। এই ইন্ডাস্ট্রিতেই থাকতে চান। কারণ তিনি যা পেয়েছেন, যে জায়গায় তিনি রয়েছেন সবটাই কন্নড় ইন্ডাস্ট্রির দর্শকদের জন্যই। তাই হিন্দি ইন্ডাস্ট্রিতে যেতে চান না তিনি।

রিষভ স্পষ্ট বলেন, কোনো একটি ছবি কোথাও হিট হয়ে গিয়েছে, এর মানে এই নয় যে তাঁর বন্ধুবান্ধব, পরিবার পরিজনরা রাতারাতি বদলে যাবে। তাঁর শিকড় কন্নড় সিনেমাতেই প্রোথিত আর তিনি এখানেই থাকতে চান। হ্যাঁ রিষভ বলেছেন, তিনি হিন্দি বলয়ের দর্শকদের জন্যও হিন্দি সংষ্করণ বের করবেন, যদি তারা দেখতে আগ্রহী হন। নয়তো আগে যেমন শুধু কর্ণাটকে মুক্তি পেত তাঁর ছবি, তেমনি হবে।

রিষভ একথাও জানিয়েছেন বলিউড অভিনেতাদের তিনি ভালবাসেন। সে অমিতাভ বচ্চনের মতো বর্ষীয়ান অভিনেতাই হন, বা শাহিদ কাপুর, সলমন খানের মতো পরবর্তী প্রজন্মের অভিনেতাই হন না কেন, সকলেই তাঁর প্রিয়। কিন্তু বলিউডে আসার ইচ্ছা তাঁর নেই।


Niranjana Nag

সম্পর্কিত খবর