ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ODI-তে ভারতের হারের দিনে লজ্জার রেকর্ড গড়লেন রিশভ পন্থ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে যতটা দুর্দান্ত জয় পেয়েছিল দ্বিতীয় ম্যাচে ততটাই বিশ্রীভাবে মুখ থুবড়ে পড়লেন রোহিত শর্মারা। কাল প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের করা ২৪৬ রানের জবাবে মাত্র ১৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিলো ভারত। ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনলেন বাটলাররা। এর ফলে ১৭ তারিখ রবিবার তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচটি কার্যত ফাইনালে পরিণত হল। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সেদিন যারা ম্যাচ জিতবে সিরিজও তারাই পকেটে পুরবে।

<span;>কাল চাহালের বোলিংয়ের সামনে কিছুটা বেকায়দায় পড়লেও পরের দিকে সেই চাপ সামলে ডেভিড উইলি এবং মঈন আলীর ব্যাটে ভর করে লড়াই করার মতো জায়গায় পৌঁছয় ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা এবং রিশভ পন্থের মতো ফর্মে থাকা দুজন ব্যাটার খাতা না খুলেই ফেরত যান। লোয়ার অর্ডারে হার্দিক, সূর্যকুমার, রবীন্দ্র জাদেজারা কিছুটা চেষ্টা করলেও তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। কালকের ম্যাচের বিষপান করে ফেললেন এমন একটি লজ্জার রেকর্ড যা তিনি খুব দ্রুতই ভুলে যেতে চাইবেন।

pant 3

<span;>কাল প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলিতে এক বছরে তিনটি শূন্য করার লজ্জাজনক রেকর্ড গড়লেন পন্থ। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে সব ফরম্যাটের সিরিজগুলো মিলিয়ে ২ বার শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। এবার ইংল্যান্ডের মাটিতেও একই কান্ড। এজবাস্টনের টেস্ট ম্যাচটিতে দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। কিন্তু তারপর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের রোহিত শর্মার সাথে ওপেন করে ভদ্রস্থ স্কোর করলেও তৃতীয় টি টোয়েন্টিতে ফ্লপ করেছিলেন পন্থ। প্রথম ওয়ান ডে ম্যাচে তাকে ব্যাট করতে নামতে হয়নি। কিন্তু দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে যখন প্রয়োজন ছিল তার কাছ থেকে একটু ভালো ইনিংসের, সেই জায়গায় আবার হতাশ করলেন তিনি।

<span;>পরিসংখ্যান ঘাটলে রিশভ পন্থকে নিয়ে উঠে আসছে কিছু আশ্চর্য তথ্য। দেখা যাচ্ছে ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটার তিনিই। ২০২২ সালে ভারতীয়দের মধ্যে তিনি সবচেয়ে বেশি অর্ধশত রান করেছেন। সবচেয়ে বেশি ছক্কা এবং চার মারার রেকর্ডও তার নামেই রয়েছে এই বছরে। সঙ্গে সঙ্গে চলতি বছরের সবচেয়ে বেশিবার ভারতীয় ব্যাটারদের মধ্যে ০ রানে আউটও হয়েছেন তিনি। ভক্তরা আশা করবেন যে তার এই অফ ফর্ম খুবই সাময়িক একটি ঘটনা। খুব দ্রুতই তারকা উইকেটরক্ষক ব্যাটার নিজের পরিচিত ছন্দে ফিরবেন এমনটাই আশা করবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর