এশিয়া কাপের আগে ভারতীয় দলের অনুশীলনে হাজির রিশভ পন্থ! তবে কি বিশ্বকাপে……

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আর একটা দিনও বাকি নেই। কাল থেকে আরম্ভ হবে এশিয়া কাপের (2023 Asia Cup) লড়াই। ভারতীয় দল অবশ্য সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan)। আর এশিয়া কাপ খেলার লক্ষ্যে তারা কাল রওনা দেবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। তার আগে ভারতীয় দল (Indian Cricket Team) অনুশীলন করছে ব্যাঙ্গালোরের মাটিতে একটি প্রস্তুতি শিবিরে।

আচমকাই শিবিরে নতুন অতিথি:
ভারতীয় দলের অনুশীলন চলাকালীন গতকাল আচমকাই সেখানে হাজির হয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্থ। একটি দুর্ঘটনার স্বীকার হয়ে তিনি দীর্ঘদিন ২২ গজ থেকে দূরে থাকতে বাধ্য হচ্ছেন। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই সুস্থ। তার ভারতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার ভিডিওটি শেয়ার করেছে বিসিসিআই।

কেন এসেছিলেন পন্থ?
কিন্তু কেন আচমকাই আলুরে আয়োজিত এই প্রস্তুতি শিবিরে হাজির হয়েছিলেন পন্থ। নির্বাচকরা অনেকদিন আগেই এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। খুব স্বাভাবিকভাবেই ১৭ জনের দলে রিশভ পন্থের নাম নেই। তবে জানা গিয়েছে শুধুমাত্র নিজের সতীর্থদের সঙ্গে কুশল বিনিময় করতে।

আরও পড়ুন: এশিয়া কাপে নামার আগে ভারতীয় দলে চমক! বিশ্বকাপ নিয়ে BCCI-কে সতর্ক করলেন কপিল দেব

বিশ্বকাপে খেলবেন?
অনেকেই মনে করছেন যে ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করে কিছু আলোচনা করার জন্যই এখানে উপস্থিত হয়েছিলেন পন্থ। হয়তো নিজের সুস্থতার ব্যাপারে আপডেট দিতে এসেছিলেন ভারতীয় কোচকে। এই ব্যাপারে কথা হলেও তিনি বিশ্বকাপের দলে ফিরবেন এমনটা আশা করার কোনও উপায় নেই। তিনি শুধুমাত্র হালকা নকিং শুরু করেছেন নেটে। পুরোপুরি খেলার অবস্থায় ফিরে আসতে তার হয়তো আরও কয়েকটা মাস লেগে যাবে।

আরও পড়ুন: এশিয়া কাপে কোহলির নামের পাশে রয়েছে এমন ১টি রেকর্ড, যা ভাঙা প্রায় অসম্ভব

পারবেন কি স্বাভাবিক ছন্দে ফিরতে?
অনেকের মনেই একটা প্রশ্ন রয়েছে। আর সেই প্রশ্নটা হল এই যে আবার কি নিজের পুরনো স্বভাব অনুযায়ী ব্যাটিং করতে পারবেন পন্থ, যখন তিনি মাঠে ফিরবেন! এই প্রশ্নের জবাব এই মুহূর্তে দেওয়াটা খুবই মুশকিল। তার হাঁটু মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা পরবর্তীতে তার কিপিং কেরিয়ারেও প্রভাব ফেলতে পারে। তবে পন্থের নিজের আচরণ দেখে মনে হয় তিনি নিজেকে সম্পূর্ণ সুস্থ ভাবে মাঠে ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর