কোহলি ফেললেন, পন্থ লুফলেন! শান্ত ফিরতেই ভারতীয় বোলিংয়ের সামনে নড়বড়ে বাংলাদেশ

   

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় ইনিংসে গিল ও পূজারার শতরানের পর ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল ভারত। বাংলাদেশকে জয়ের জন্য ৫১৩ রানের বিশাল টার্গেট দিয়েছিল লোকেশ রাহুলের দল। কিন্তু বাংলাদেশের ওপেনাররা দুর্দান্তভাবে শুরু করেছিলেন। নাজমুল হোসেন শান্ত এবং টেস্ট অভিষেক করা জাকির হাসান অর্ধশতরান করেছিলেন।

কিন্তু লাঞ্চের  শান্ত এবং জাকির হাসানের মধ্যে হওয়া ১২৪ রানের ওপেনিং পার্টনারশিপটি ভাঙেন উমেশ যাদব। ৪৬ তম ওভারে তার বল শান্তর ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে দাঁড়ানো কোহলির কাছে। যদিও বিরাট সেই ক্যাচটি ধরতে পারেননি। কিন্তু তার হাত থেকে ফসকে যাওয়া বল দ্বিতীয় প্রয়াসে ধরে নেন উইকেটরক্ষক রিশভ পন্থ।

এই উইকেটটি তোলার পর বাংলাদেশ ব্যাটিং লাইন আপে ভাঙন ধরে। ১৫৬ বল খেলে নাটকীয়ভাবে শান্ত ফিরে যাওয়ার পর ক্রিজে এসে দাঁড়াতে পারেননি ইয়াসির আলী। তিনি ৫ রান করে অক্ষর প্যাটেলের বলের লাইন মিস করে বোল্ড হন। লিটন দাস নেমে বেশ কিছুক্ষন সময় কাটানোর পর ৫৯ বলে ১৯ রান করে কুলদীপ যাদবের গুগলি লং অনে উমেশ যাদবের হাতে তুলে দিয়ে ফিরে যান।

kuldeep

চা বিরতির সময় বাংলাদেশের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৭৬। ক্রিজে রয়েছেন জাকির হাসান ও মুশফিকুর রহিম। কোহলি ও পন্থের যুগলবন্দীতে নেওয়া ক্যাচই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। জয়ের জন্য ৩৩৭ রান প্রয়োজন বাংলাদেশের। ভারতের প্রয়োজন সাত উইকেট।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর