ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ বাঁচিয়েছিলেন দুই যুবক! এবার বড় উপহার পৌঁছে দিলেন ঋষভ, জানলে হবেন অবাক

বাংলা হান্ট ডেস্ক: ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ পথ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ভারতের তারকা খেলোয়াড় ঋষভ পন্থ (Rishabh Pant)। ওই দুর্ঘটনার পর তাঁর গাড়িতে আগুনও লেগে যায়। কোনও মতে তাঁকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। পাশাপাশি, সময় নষ্ট না করে খেলোয়াড়কে পৌঁছে দেওয়া হয় হাসপাতালেও। ওই ভয়াবহ দুর্ঘটনার পর পন্থকে রক্ষা করেছিলেন দুই যুবক। এবার সেই দুই যুবকের জন্যই উপহার পাঠালেন ঋষভ।

বড় উপহার পাঠালেন ঋষভ পন্থ (Rishabh Pant):

জানিয়ে রাখি যে, দুর্ঘটনার জেরে পন্থের (Rishabh Pant) দু’বার অস্ত্রোপচার হয়। শুধু তাই নয়, দীর্ঘ ১৪ মাস ধরে তিনি ক্রিকেটের সম্পূর্ণ বাইরে ছিলেন। তিনি যে ফের ক্রিকেটের ময়দানে দাপট দেখাতে পারবেন এই বিষয়েও তৈরি হয়েছিল সন্দেহ। তবে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৪ সালের IPL-এ তিনি কামব্যাক করেন। তারপর নিয়মিতভাবে ঋষভ ভারতের জাতীয় দলের হয়ে খেলছেন এবং ভালো পারফরম্যান্স প্রদর্শন করছেন।

বর্তমানে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফি খেলছেন পন্থ। এদিকে, ওই দুর্ঘটনার পর প্রায় ২ টি বছর অতিক্রান্ত হতে গেলেও সেই দুই যুবক রজত ও নিশু কুমারকে ভোলেননি ঋষভ (Rishabh Pant)। বরং, তাঁদের দু’টি স্কুটার উপহার দিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। উল্লেখ্য যে, দুর্ঘটনার পরে যখন পন্থের গাড়িতে আগুন লেগে যায় সেই সময়ে সময় নষ্ট না করে রজত ও নিশুই তাঁকে গাড়ির কাচ ভেঙে বের করে আনেন।

আরও পড়ুন: “বিরাট” প্রত্যাবর্তন! পার্থ টেস্টে ইতিহাস গড়লেন কোহলি, সেঞ্চুরি করে ভাঙলেন ডন ব্র্যাডম্যানের রেকর্ড

শুধু তাই নয়, ওই দুই যুবক পন্থকে হাসপাতালেও নিয়ে যান। তাঁর চিকিৎসা চলাকালীনও রজত ও নিশু ঋষভকে (Rishabh Pant) দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এবার রজত ও নিশুকে দু’টি স্কুটার উপহার দিলেন পন্থ। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। যেখানে ওই দুই যুবককে পন্থের উপহার হিসেবে পাঠানো দু’টি স্কুটার চালাতে দেখা গিয়েছে। পাশাপাশি, তাঁরা এই উপহারের জন্য পন্থকে ধন্যবাদও জানিয়েছেন।

আরও পড়ুন: ১ দিনে ৬৪ কোটি ভোট গণনা! ভারতের নির্বাচন প্রক্রিয়ার ভূয়সী প্রশংসা মাস্কের, করলেন আমেরিকার সমালোচনা

এদিকে, রজত ও নিশুর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পন্থ (Rishabh Pant) একটি পোস্টে জানান, “প্রত্যেককে আলাদা আলাদা করে ধন্যবাদ হয়তো আমি জানাতে পারছি না। তবে, আমি দু’জনের কথা অবশ্যই বলতে চাই। রজত এবং নিশুকে অসংখ্য ধন্যবাদ জানাই। দুর্ঘটনার পরে তাঁরা আমাকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন। আমি তাঁদের কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকবো।” এদিকে, সোশ্যাল মিডিয়ায় পন্থের এই উপহারের ভিডিও ভাইরাল হওয়ার পরেই অনুরাগীরাও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা রজত এবং নিশুকে ধন্যবাদ জানানোর পাশাপাশি পন্থেরও প্রশংসা করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর