নিজের IPL কেরিয়ারে প্রথমবার স্ট্যাম্প আউট হলেন এই ক্রিকেটার, নাম শুনলে অবাক হয়ে যাবেন

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এ গত সোমবার দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংসের মধ্যে মরশুমের ৬৪তম ম্যাচে এমন একটি ঘটনা ঘটেছে যা আগে খুব একটা দেখা যায়নি। মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ১৭ রানে জয় পেয়েছিল। এই ম্যাচে দিল্লির একজন ব্যাটার স্টাম্পড হয়েছেন যা হয়তো খুব সাধারণ ব্যাপার, তবে দিল্লির এই খেলোয়াড়ের জন্য ব্যাপারটা স্বাভাবিক ছিল না। কারণ এই খেলোয়াড় তার দীর্ঘ আইপিএল কেরিয়ারে কাল প্রথমবার স্টাম্পড হয়েছিলেন।

কাল টস জিতে ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৫৯ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস এবং দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করতে গিয়ে দলের অধিনায়ক রিশভ পন্থ এই ম্যাচে ৩ বলে ৭ রান করে স্টাম্পড আউট হয়ে ফেরেন। ৭ রানে পার্ট টাইম বোলার লিয়াম লিভিংস্টোনের শিকার হন তিনি। পন্থ ক্রিজ ছেড়ে বল মিস করতেই পাঞ্জাব কিংসের উইকেটরক্ষক জিতেশ শর্মা চোখের পলক ফেলার আগে বেল তুলে নেন। বিস্ময়কর ব্যাপার হল যে রিশভ পন্থ তাদের ৭ বছরের আইপিএল কেরিয়ারে প্রথমবার স্টাম্পড হলেন।

রান তাড়া করতে নেমে বেয়ারস্টো (২৮) এবং ধাওয়ান (১৯) ভালো শুরু করলেও বাকি ব্যাটাররা সেই লড়াইয়ের মর্যাদা দিতে পারেননি। ৫ থেকে ১৩ ওভারের মধ্যে মোট ৬টি উইকেট হারায় পাঞ্জাব। শেষদিকে ৪৪ রানের একটি ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করেছিলেন জিতেশ শর্মা, কিন্তু তা যথেষ্ট ছিল না। ১৭ রানের ব্যবধানে ম্যাচ হারে পাঞ্জাব। ৪ উইকেট নেন শার্দূল ঠাকুর। কৃপণ বোলিং করে ২ টি করে উইকেট নেন দিল্লির দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব।

দিল্লি ক্যাপিটালস অধিনায়ক রিশভ পন্থ এখন পর্যন্ত ৯৭টি আইপিএল ম্যাচ খেলেছেন। এর মধ্যে তিনি ৩৪.৫৬ গড়ে এবং ২৭৯৯ রান করেছেন। তিনি যে আগ্রাসী ব্যাটার সেটা প্রমাণ করে তার ১৪৮.৪৯-এর স্ট্রাইক রেট। নিজে ব্যাট হাতে ফর্মে না থাকলেও তার অধিনায়কত্বে দিল্লি এখনও আইপিএল প্লে অফের লড়াইয়ে রয়েছে।

X