ম্যাচের সেরা হয়ে গুরুদক্ষিণা স্বরূপ শাস্ত্রীকে শ্যাম্পেন উপহার পন্থের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ম্যানচেস্টারে রবার জিততে প্রথম ইনিংসের শেষে ভারতের প্রয়োজন ছিল ২৬০ রানের। ৪৭ বলে এবং ৫ উইকেট হাতে রেখেই সেই কাজটি সম্পন্ন করেন রিশভ পন্থরা। যার ফলে ইংল্যান্ডের মাটিতে পা রাখার পর টেস্ট সিরিজ টি কব্জা করতে না পারলেও পরপর দুটি সীমিত ওভারের সিরিজটিতে সফল ইংল্যান্ড সফর সম্পন্ন করলো ভারত। এবং এই পারফরম্যান্সের পর ভারতীয় দলকে নিয়ে সন্তুষ্ট ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ইংল্যান্ডকে ২৫৯ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে গত ম্যাচের নায়ক টপলির সামনে আরও একবার বেকায়দায় পড়ে ভারতীয় টপ অর্ডার। রোহিত শর্মা এবং বিরাট কোহলি ১৭ রান করে আউট হন। এই সিরিজের তিনটি ম্যাচেই বড় কিছু করে দেখাতে ব্যর্থ ধাওয়ান। তিনি আউট হন মাত্র এক রানে। কিন্তু তারপর খেলা ঘুরিয়ে দেন রিশভ পন্থ ও হার্দিক পান্ডিয়া। তাদের কুড়ি ওভারে ১৩৩ রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয়। হার্দিক পান্ডিয়া যখন ৫৫ বলে ৭২ রান করে আউট হলেন তখন ভারতের জয় কেবল সময়ের অপেক্ষা। নিজের সম্পূর্ণ স্বভাববিরুদ্ধ খেলা খেলে শতরান করেন পন্থ। প্রথমদিকে অতিরিক্ত সতর্কতা ব্যাটিং করে এবং একবার সেট হয়ে যাওয়ার পর নিজের পরিচিত আক্রমণাত্মক ছন্দে ব্যাটিং করেন ভারতীয় উইকেট রক্ষক। ফলস্বরূপ ৪৭ বল বাকি থাকতেই ম্যাচ ও সিরিজ জিতে নেয় ভারতীয় দল। ১১৩ বলে ১২৫ করে অপরাজিত থাকেন পন্থ।

<span;><span;>এরপর ম্যাচের সেরার পুরস্কার স্বরূপ রিশভ পন্থকে একটি পদক ও একটি শ্যাম্পেনের বোতল উপহার দেওয়া হয়। পুরস্কার বিতরণী মঞ্চে পন্থের সাক্ষাৎকার নিয়েছিলেন রবি শাস্ত্রী। শাস্ত্রীর কোচিংয়েই ২০১৬ সালে পন্থের জাতীয় দলে অভিষেক হয়। সেই সূত্রে তাঁর সাথে ভারতীয় উইকেটরক্ষকের সম্পর্কও খুবই ভাল। তাই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ফরম্যালিটি শেষ হলে আলাদা করে শাস্ত্রীর সাথে কথা বলেন পন্থ এবং তার হাতে নিজের উপহার পাওয়া শ্যাম্পেনের বোতল তুলে দেন। শাস্ত্রী খুব খুশি মনেই বোতলটি গ্রহণ করেন। মাঠে উপস্থিত দর্শকও বিষয়টি ভালো উপভোগ করেছে।

আপাতত কিছুদিনের বিশ্রাম পাচ্ছেন পন্থ। তারপর জুলাইয়ের একদম শেষে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে মাঠে ফিরবেন তিনি। একদিনের সফর থেকে বিসিসিআই তাকে এবং আরও কিছু নামিদামি তারকাকে বিশ্রাম দিয়েছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর