রিশভ পন্থ আসলে উইকেটরক্ষকদের লারা, বিরাট মন্তব্য প্রাক্তন পাক তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গোটা একটা দিন কেটে যাওয়ার পরও যেন ঘোর কাটছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। রিশভ পন্থের দুর্দান্ত শতরানের মায়ায় আবিষ্ট হয়ে আছেন অনেকেই। এর আগে পন্থ নিজেকে টেস্ট ক্রিকেটে অপরিহার্য প্রমাণ করেছিলেন। অনেকেরই বক্তব্য ছিল যে টেস্টে পন্থ দুর্দান্ত একজন ক্রিকেটার হলেও ওয়ান ডে-তে তার পক্ষে ধোনির জায়গা নেওয়া অসম্ভব। কিন্তু কাল পন্থের দুর্দান্ত ইনিংসের পর সমালোচকরাও মুগ্ধ। সকলেই স্বীকার করে নিচ্ছেন পন্থ এইমুহূর্তে ভারতীয় দলের সম্পদ।

এইমুহূর্তে রিশভ পন্থ একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি চলতি বছরে টেস্ট এবং ওয়ান ডে দুটি ফরম্যাটেই শতরান হাঁকাতে পেরেছেন। বিশ্বের প্রতিটি প্রান্তেই পন্থ এখন সফলতা পাওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। তাকে বরাবরই বলা হয় যে তিনি একদমই পরিণত নন, ভুল সময় বাজে শট খেলে নিজের দলকে আরও বিপদের মধ্যে ঠেলে দিয়ে আসেন। কিন্তু কাল পন্থ নিজের স্বভাববিরুদ্ধ খেলা খেলে ভারতকে বিপদ থেকে উদ্ধার করেন, তারপর নিজের পরিচিত ছন্দে বোলারদের নিয়ে ছিনিমিনি খেলেন। যা দেখে মুগ্ধ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও।

নিজের ইউটিউব চ্যানেল “কট বিহাইন্ডে” প্রাক্তন পাক তারকা বলেছেন, “পন্থকে কেউ ব্যাটিং শেখানোর মূল যেন না করতে যায়। ওর স্বাভাবিক খেলাই ওকে একজন বিশেষ ক্রিকেটার বানায়। ফাস্ট বোলারদের ও এমনভাবে খেলে যা কেউ ভাবতেও পারবে না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা দক্ষিন আফ্রিকা, সব জায়গাতেই ও ফাস্ট বোলারদের মারে না, বরং ধুয়ে দেয় বলা উচিত।”

প্রাক্তন পাক তারকা আরও যোগ করে বলেছেন, “কখনও কখনও ও বোকার মতো উইকেট ছুড়ে আসে। আবার কখনও একই মনোভাব নিয়ে বোলারদের পিটিয়ে অবস্থা খারাপ করে দেয়। ও খুব খামখেয়ালি। ওকে উইকেটরক্ষক ব্যাটারদের ব্রায়ান লারা বলা যায়।” প্রসঙ্গত নিজের সেরা সময়ে ক্যারিবিয়ান কিংবদন্তিও একই মেজাজে ব্যাটিং করতেন। কখনও সহজেই উইকেট দিয়ে আসতেন। কিন্তু বেশিরভাগ সময়ই বোলারদের নিয়ে ছিনিমিনি খেলতেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর