রোহিত শর্মার চিন্তা বাড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে চোট পেলেন আরও এক ভারতীয় ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল ২৩ শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করতে চলেছে। তার আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছে ভারতীয় দল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ দুটোতে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন রোহিত শর্মা। ফলস্বরূপ প্রথম প্রস্তুতি ম্যাচে কোনক্রমে হলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের ৩৬ রানের ব্যবধানে হাঁটতে হয়েছিল লোকেশ রাহুলদের।

তবে কোন পরীক্ষা-নিরীক্ষা রাস্তায় না হেঁটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের সবচেয়ে শক্তিশালী দল মাঠে নামিয়েছিল রোহিত। ফলস্বরূপ প্রথমে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের অর্ধশতরানে ভর করে ১৮৬ রান বোর্ডে তুলেছিল তারা। তারপর হর্ষল প্যাটেল এবং মহম্মদ শামির দুরন্ত বোলিংয়ে ভর করে প্রায় হেরে যাওয়া ম্যাচ দুর্দান্তভাবে জিতে নেয় ভারতীয় দল। কিন্তু এই ম্যাচ চলাকালীন এমন একটি ছবি সকলের সামনে আসে যা ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা বাড়িয়ে দেয়।

ইতিমধ্যে চোটের জন্য রবীন্দ্র জাদেজা এবং যশপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটারদের স্কোয়াডে রাখতে পারেনি ভারত। চোর ডাকাত যেন ক্রমশই বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে ভারতীয় দলের সামনে। এরইমধ্যে আজ প্রস্তুতি ম্যাচ খেলার সময় রিশভ পন্থকে হাঁটুতে আইস প্যাক বেঁধে বসে থাকতে দেখা যায় এবং আজ টিম নমিনেশন ফর্মে তার নাম থাকলেও তাকে মাঠে নামানোর ঝুঁকি নেননি রোহিত শর্মা।

কিন্ত কতটা গুরুতর চোট পেয়েছেন পন্থ। পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে তিনি কি ফিট হয়ে উঠতে পারবেন। এই সংক্রান্ত কোনও ইনফরমেশন এখনো অবধি শেয়ার করেনি বিসিসিআই। তাই আশা করা যায় তিনি খুব গুরুতর চোট পাননি। কিন্তু যতক্ষণ না বিসিসিআইয়ের অফিশিয়াল ঘোষণা পাওয়া যাচ্ছে ততক্ষণ কেউই নিশ্চিন্ত হতে পারছেন না।

যদিও ভারতীয় ক্রিকেট সমর্থকদের একাংশ পন্থের চোট নিয়ে অতিরিক্ত চিন্তিত হতে নারাজ। ভারতীয় উইকেট-রক্ষক অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দুটোতে ওপেন করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুই ম্যাচ মিলিয়ে মাত্র ১৮ রান করতে পেরেছেন এই ভারতীয় উইকেটরক্ষক। কাজেই তিনি সুস্থ থাকলেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় একাদশের অংশ হতেন না তাই একপ্রকার নিশ্চিত করেই বলা যায়।


Reetabrata Deb

সম্পর্কিত খবর