দুর্ঘটনার পর প্রথম টেস্টেই দুর্ধর্ষ নজির পন্থের! গড়লেন বিশেষ রেকর্ড, জানলে হবে গর্ব

বাংলা হান্ট ডেস্ক: শুক্রবার থেকে চেন্নাইতে শুরু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। এই ম্যাচে জয়সওয়াল বাদে ভারতের টপ অর্ডারের ব্যাটাররা ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। ভারত মাত্র ৩৪ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে এবং ১৪৪ রান শেষে ৬ জন প্লেয়ার প্যাভিলিয়নে ফিরে যান। তবে, টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল এবং মিডল অর্ডারে ঋষভ পন্থ (Rishabh Pant) অবশ্যই ভালো ইনিংস খেলেছেন। এরপর লোয়ার অর্ডারে ইনিংস সামলেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তবে, এই ম্যাচেই বড় রেকর্ড গড়েছেন ঋষভ পন্থ।

রেকর্ড গড়লেন পন্থ (Rishabh Pant):

ঋষভ পন্থ ৫২ বলে ৩৯ রান করেন: পাঁচ নম্বরে ব্যাট করতে আসা ঋষভ পন্থ (Rishabh Pant) তাঁর নিজস্ব স্টাইলে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তিনি যশস্বী জয়সওয়ালের সাথে ইনিংসটি সামলান। চতুর্থ উইকেটে ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়ালের মধ্যে ৬২ রানের জুটি গড়ে ওঠে।

   

সেই সময় ঋষভ পন্থ (Rishabh Pant) ৫২ বলে ৬ টি চারের সাহায্যে ৩৯ রান করেন। তাঁকে যথেষ্ট ভালো ফর্মে দেখাচ্ছিল এবং আউট হওয়ার আগে তিনি একটি দুর্দান্ত চার মারেন। তবে, এরপর একই ধরণের শট খেলতে গিয়ে বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন তিনি।

আরও পড়ুন: ৩৪/৩ থেকে ৩৩৯/৬! অশ্বিনের সেঞ্চুরি এবং জাদেজার ঝড়ে ঘুরে দাঁড়াল ভারত, ভাঙল রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রান পূর্ণ করলেন পন্থ: বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের প্রথম দিনেই ঋষভ (Rishabh Pant) গড়লেন দুর্দান্ত রেকর্ড। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজারের বেশি রান করে ফেলেছেন। এমতাবস্থায়, ঋষভ পন্থ ভারতের দ্বিতীয় উইকেটরক্ষক ব্যাটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার বা তার বেশি রান করেছেন। এই ক্ষেত্রে, এমএস ধোনি প্রথম স্থানে রয়েছেন। যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের বেশি রান করেছিলেন। তালিকার তৃতীয় স্থানে আছেন সৈয়দ কিরমানি। যিনি করেছেন ৩,১৩২ রান।

আরও পড়ুন: গ্রাহকেরা হয়ে যান সতর্ক! এবার Vi-Airtel পেল “সুপ্রিম” ঝটকা, দিতে হবে ৯২,০০০ কোটি টাকা

বহুদিন পর টেস্ট খেলছেন পন্থ: জানিয়ে রাখি যে, ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এমনকি, ওই দুর্ঘটনায় গুরুতর আহতও হয়েছিলেন তিনি। যার ফলে তাঁকে বহুদিন মাঠের বাইরে থাকতে হয়। আর ওই দুর্ঘটনার পর এটাই তাঁর প্রথম টেস্ট। যেখানে তাঁকে তাঁর নিজস্ব স্টাইলে ব্যাট করতে দেখা গিয়েছে। এর পাশাপাশি, রেকর্ডও গড়ে ফেললেন তিনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর