বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগেই দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ডিরেক্টর অফ ক্রিকেট, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিশ্চিত করেছিলেন যে আইপিএলে রিশভ পন্থকে (Rishabh Pant) পাওয়া যাবে না। চোটের জন্য তিনি দীর্ঘদিন মাঠের বাইরে থাকবেন। গাড়ি দুর্ঘটনায় আহত ভারতীয় উইকেটরক্ষককে কবে ফের মাঠে দেখতে পাওয়া যাবে সেই নিয়ে স্পষ্ট কোনও ধারনা কেউই দিতে পারেনি। কিন্তু এখন সামনে এলো ভয়াবহ সম্ভাবনার কথা।
রিশভ পন্থ হয়তো চলতি বছরেই আর মাঠে ফিরতে পারবেন না। চলতি বছরে ভারতের মাটিতে আয়োজিত হবে ওডিআই বিশ্বকাপ। কিন্তু গাড়ি দুর্ঘটনা কবলে পড়ার আগে শেষ কয়েক মাসের ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে একেবারেই প্রভাব ফেলতে পারেননি তিনি। ফলস্বরূপ বাদ পড়েছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ও টি টোয়েন্টি সিরিজ থেকে। অনেকে যদিও আশাবাদী ছিলেন এই নিয়ে যে তার মত ম্যাচ উইনার ক্রিকেটারকে হয়তো বিশ্বকাপের আগে কোনও সিরিজে সুযোগ দিয়ে তাকে সীমিত ওভারের ক্রিকেটে ছন্দে ফিরতে সাহায্য করবে বিসিসিআই। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী তেমনটা হওয়ার কোন সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
চলতি বছরের বিশ্বকাপে আগে মাঠে ফেরা অনিশ্চিত রিশভ পন্থের। কারণ মানুষের হাঁটুর যে তিনটি লিগামেন্ট তাকে সচল রাখে তার সবকটিই ক্ষতিগ্রস্ত হয়েছে পন্থের। এগুলি হল পস্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট। প্রথম ও তৃতীয় লিগামেন্টটির অস্ত্রোপচার হয়ে গিয়েছে। আরও প্রায় দুই মাস পরে দ্বিতীয় লিগামেন্টটির জন্য অস্ত্রোপচার করা হবে তার পায়ে।
কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলতে এই অস্ত্রোপচারের পর স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করতেই অনেকদিন সময় লাগবে তারকা উইকেটরক্ষকের। ২০২৩-এর ঠিক কোন মাসে পন্থ মাঠে ফিরতে পারবেন, আদেও এই বছর তার ফেরা হবে কিনা সেই নিয়ে তার চিকিৎসকরা রীতিমতো অনিশ্চিত। তাই তাকে নিয়ে চিন্তিত সকলেই।
এর মধ্যেই বিসিসিআই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুটি টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে যেখানে পন্থের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ছন্দে থাকা ঈশান কিষান।