অভিনব রেকর্ড গড়ে নিজেকে ভারতের সেরা টেস্ট উইকেটরক্ষক ব্যাটার প্রমাণ করলেন রিশভ পন্থ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দিনে দিনে নিজেকে এক আলাদা উচ্চতায় তুলে নিয়ে যাচ্ছেন রিশভ পন্থ। মাত্র ২৪ বছর বয়সেই ধোনি, ঋদ্ধিমানদের টপকে টেস্টে ভারতের সর্বকালের সেরা উইকেটরক্ষক ব্যাটার হয়ে উঠেছেন উত্তরাখণ্ডের এই ক্রিকেটার। প্রথমে অস্ট্রেলিয়া, তারপর ইংল্যান্ডের মাটিতে একাধিক দুর্দান্ত ইনিংস খেলে তিনি অপরিহার্য হয়ে উঠেছেন ভারতীয় টেস্ট দলে।

এই এজবাস্টনের ম্যাচের প্রথম ইনিংসে শতরান করেছিলেন। ইংল্যান্ড বোলারদের নাস্তানাবুদ করে ৮৯ বলে নিজের শতরান সম্পূর্ণ করেছিলেন। ১৪৪ রান করার পর আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাটিং করে রিশভ পন্থ ৫৭ রান করেছেন। সঙ্গে তিনি ভারতীয় ক্রিকেটের দ্বিতীয় উইকেট কিপারে পরিণত হয়েছেন যিনি এক টেস্টের এক ইনিংসে শতরান এবং অপর ইনিংসে অর্ধশতরান করার কীর্তি গড়েছেন। ৪৯ বছর আগে ভারতীয় উইকেট-রক্ষক ফারুক ইঞ্জিনিয়ার এমন কীর্তি করেছিলেন। ১৯৭৩ সালে ইংল্যান্ডের ভারত সফরে মুম্বাই টেস্টে এই কীর্তি করেছিলেন ইঞ্জিনিয়ার। মুম্বাই টেস্টে তিনি এক ইনিংসে ১২১ এবং অপর ইনিংসে ৬৬ রান করেছিলেন। পন্থ এই রেকর্ডটি ছোঁয়ার পাশাপাশি আরও একটি বড় রেকর্ড করেছেন।

pant record

প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসাবে একের বেশি বৈদেশিক টেস্ট সিরিজে ৩০০ বা তার বেশি রান করেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০/২১ মরশুমের টেস্ট সিরিজে তিনি ৩৫০ রান করেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের ৫টি ম্যাচ মিলিয়ে তিনি করলেন ৩৪৯ রান। তার আগে কোনও ভারতীয় উইকেটরক্ষক এমন কীর্তি গড়ে দেখাতে পারেননি।

এই মুহূর্তে রান তাড়া করতে নেমে বেকায়দায় ইংল্যান্ড। দুই ওপেনার ভালো শুরু করেছিলেন। হয়েছিল ১০০ রানের বড় ওপেনিং পার্টনারশিপ। কিন্তু চা বিরতির আগে একটি এবং পরে দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে এখন চাপে ইংল্যান্ড। ফিরে গিয়েছেন ক্রলি (৪৬), লিস (৫৬) ও পোপ (০)। দুটি উইকেট পেয়েছেন বুমরা। ৫৬ রান করা লিসকে রান আউট করেছেন শামি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর