বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) টেস্ট সিরিজ খেলছে। নাগপুরের মাটিতে প্রথম টেস্টে আপাতত চালকের আসনে রয়েছে ভারতীয় দল। যদি বড় কোন অঘটন না ঘটে তাহলে হয়তো বড় ব্যবধানেই এই টেস্ট জিতবে রোহিত শর্মারা (Rohit Sharma)। বেশ কিছু ভারতীয় ক্রিকেটার মনে রাখার মতন পারফরম্যান্স করে দেখিয়েছেন এই সিরিজে। কিন্তু তারপরেও রিশভ পন্থের (Rishabh Pant) অভাব সকলেই বোধ করছেন।
আজ এমন একটা মুহূর্ত তৈরি হয়েছিল যখন অস্ট্রেলিয়া আচমকাই ম্যাচে নিজেদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি করে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জাদেজা এবং অক্ষর প্যাটেলের পার্টনারশিপ তাদের সেই আশায় জল ঢেলে দেয়। আজ যখন শতরান রোহিত শর্মা আউট হন তখন ভারতের লিড খুব বেশি ছিল না। এরপর নিজের প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলতে না শ্রীকর ভরত মাত্র ৮ রান করে ড্রেসিংরুমে ফেরেন।
ওই সময় যদি অক্ষর প্যাটেল এবং জাদেজা হাল না ধরতেন তাহলে অস্ট্রেলিয়ার এখনো এই ম্যাচে ইতিবাচক ফলাফল করার সম্ভাবনা থাকতো। কিন্তু তারা রোজ রোজ বাঁচাবেন না। এমন অবস্থাতেই রিশভ পন্থের মতো একজন আগ্রাসী ব্যাটারের অভাব বোধ করবে ভারত। তিনি থাকলে মাত্র কয়েক ওভার এর মধ্যে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের মধ্যে দিয়ে খেলাটি অস্ট্রেলিয়ার নাগাল থেকে অনেক দূরে নিয়ে চলে যেতে পারতেন, ঠিক যেমনটা আজ অক্ষর প্যাটেল এবং জাদেজা অনেক ধীরে ধীরে করতে পেরেছেন।
আজ দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর রিশভ পন্থ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেই পোস্টে দেখা যাচ্ছে দু হাতে গাছ নিয়ে এবং পায়ে ব্যান্ডেজ বাধা অবস্থায় তিনি হাঁটার চেষ্টা করছেন। পোস্টটি শেয়ার করা মাত্র সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পন্থ ক্যাপশনে লিখেছেন, “সামনের দিকে একটি পদক্ষেপ, শক্তিশালী হওয়ার দিকে একটি পদক্ষেপ, উন্নতির দিকে একটি পদক্ষেপ।”
গত বছরের একদম শেষ দিকে একা ড্রাইভ করে দিল্লি দেরাদুন হাইওয়ে দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন পন্থ। ভারতীয় উইকেটরক্ষক এরপর কয়েকজনের সাহায্যে পুলিশ এবং অ্যাম্বুলেন্সে খবর দিয়ে নিজেই নিজেকে হাসপাতালে ভর্তি করতে উদ্যোগ নিয়েছিলেন। তারপর থেকে অবশ্য তার যাবতীয় চিকিৎসার দায়িত্ব নিয়ে নিয়েছে বিসিসিআই। তবে এই দুর্ঘটনার পর ঠিক কবে পুরোপুরি সুস্থভাবে মাঠে ফিরতে পারবেন তিনি, তা নিয়ে এখনো বড় সন্দেহ রয়েছে।