বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ৫ বল বাকি থাকতেই ৮ উইকেটের ম্যাচ জিতে নিজেদের রান রেটও ভালো জায়গায় নিয়ে গিয়েছেন তারা। এরমধ্যেই কাল স্বল্প সুযোগে আক্রমণাত্মক ব্যাটিং করে অধিনায়ক রিশভ পন্থ টি-টোয়েন্টি ক্রিকেটে একটি নজির ছুঁয়েছিলেন যা মিচেল মার্শের অলরাউন্ড পারফরম্যান্সের কারণে কিছুটা আড়ালে চলে গিয়েছিল। কাল টি টোয়েন্টি ক্রিকেটে ৪০০০ রান পূর্ণ করেছিলেন পন্থ। মিচেল মার্শ আউট হওয়ার পর ব্যাট করতে নেমে নিজের জাতীয় দলের সতীর্থ যুজবেন্দ্র চাহালের ওভারে দুটি ছক্কা মেরেছিলেন যার দৌলতে এই মাইলফলক ছুঁয়েছিলেন দিল্লি অধিনায়ক।
কাল ৪ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন পন্থ। দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পন্থকে অভিনন্দন জানিয়ে বলেছে, ‘টি-টোয়েন্টি লিগে ৪০০০ রান পূর্ণ করার জন্য পন্তকে অভিনন্দন।’ বর্তমানে ভারতের পয়লা নম্বর উইকেটরক্ষক মোট ১৫৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৩৩.০৯ গড়ে এবং ১৪৬.৫৫ স্ট্রাইক রেটে ৪০০৪ রান পূর্ণ করেছেন, যার মধ্যে রয়েছে দুটি শতরান এবং ২২ টি অর্ধশতরান।
#IPL2022: #DelhiCapitals (@DelhiCapitals) skipper #RishabhPant completes 4000 runs in #T20 cricket
Read: https://t.co/n0e5M6CzRt@IPL
Photo: @RishabhPant17 pic.twitter.com/cpPjUZtoCl
— IANS (@ians_india) May 12, 2022
কালকের ম্যাচে অশ্বিনের ৫০ ও দেবদত্ত পাডিকলের ৪৮ এ ভর করে দিল্লিকে জয়ের জন্য ১৬১ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান। রান তাড়া করতে নেমে দিল্লিকে কোনও সুযোগই দেননি ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শ। এক ওপেনার শ্রীকর ভরত ০ রান করে ফিরলেও ডেভিড ওয়ার্নারের ৪১ বলে ৫২ এবং মিচেল মার্শের ৬২ বলে ৮৯ রানের ইনিংস ম্যাচের ভাগ্য গড়ে দেয়। শেষদিকে ৪ বলে ১৩ রানের ইনিংস খেলে ম্যাচ ফিনিশ করেন রিশভ পন্থ।
কাল ম্যাচের পর পৃথ্বী শ-কে না খেলানোর কারণও ব্যাখ্যা করেছেন পন্থ। তিনি অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। কালকের জয়ে দিল্লি ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। এরপর দলটি সোমবার ডিওয়াই পাতিল স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। সেই ম্যাচে যারা হারবে তাদের প্লে অফের স্বপ্ন কার্যত শেষ হয়ে যাবে।