“যতটা খারাপ বলা হচ্ছে, অতটাও খারাপ নয় আমার রেকর্ড”, মন্তব্য রিশভ পন্থের

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল আজ বৃষ্টির কারণে ম্যাচ হারার হাত থেকে বেঁচে গিয়েছে। কিন্তু ১-০ ফলে তাদেরকে সিরিজ হারতে হয়েছে। হারের কারণ হিসেবে একাধিক কারণ উঠে এসেছে। তার মধ্যে অন্যতম বড় একটা কারণ হলো রিশভ পন্থের অফফর্ম। দুটি ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটেও দুটি ম্যাচে নিজের পরিচিত ছন্দে খেলতে দেখা যায়নি। এমনভাবে শেষ কয়েক মাসে সীমিত ওভারের ক্রিকেটে বারংবার ব্যর্থতাই সঙ্গী হয়েছে ভারতীয় উইকেট রক্ষকের

যদিও আজ হর্ষ ভোগলের সঙ্গে সাক্ষাৎকারে নিজের ব্যর্থতার কথা মানতে চায়নি তিনি। পন্থ বলেছেন, “হোয়াইট বল ক্রিকেটে আমার রেকর্ড যতটা খারাপ বলা হচ্ছে, অতটাও খারাপ নয় সেটা। হ্যাঁ, এটা সত্যিই যে টেস্ট ফরম্যাটে আমার রেকর্ড অনেক ভালো, কিন্তু রেকর্ড শুধুমাত্র কিছু নাম্বার। আমার বয়স এখন ২৪-২৫ বছর। ৩০-৩২ বছর বয়সে পৌঁছলে আমার আলাদা ফরম্যাটের সাফল্যগুলোর মধ্যে তুলনা করে দেখা হোক।”

তার পাশে দাঁড়িয়েছেন বর্তমানে রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে ভারতের কোচিংয়ের দায়িত্ব থাকা ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেছেন, “এই ফরম্যাটে রিশভ পন্থ চার নম্বরে ব্যাট করতে নেমে খুব একটা খারাপ পারফরম্যান্স করেনি। সকলের ভুলে যাওয়া উচিত না যে ও এই বছরেই ইংল্যান্ডের মাটিতে একটি শতরান করে এসেছে।” রিশভ পন্থ নিজেও ওডিআই ফরম্যাটে এই জায়গাতে ব্যাটিং করতে আগ্রহী। তবে তিনি জানিয়েছেন যে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি ওপেন করতেই বেশি পছন্দ করবেন।

সঞ্জু স্যামসনকে কেবলমাত্র একটি ম্যাচে সুযোগ দিয়ে তারপর দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গ নিয়েও অনেকে সরব হয়েছেন। প্রথম ওডিআইতে ব্যাটিং করার সুযোগ পেয়ে তিনি অন্তত পন্থের চেয়ে অনেক বেশি ভালো ব্যাটিং করেছেন। তাও তাকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

এই ব্যাপারে মুখ খুলেছেন বর্তমানে ভারতের অধিনায়কের দায়িত্ব থাকা শিখর ধাওয়ান। তিনি বলেছেন, “যেটুকু সুযোগ পাওয়া গেছে তার মধ্যে সঞ্জু ভালই পারফরম্যান্স করেছে। কিন্তু জীবনে কখনো কখনো আপনাকে অপেক্ষা করতে হয়। রিশভ পন্থ একজন যোগ্য ক্রিকেটার। তার পাশে দাঁড়ানোটা এইমুহূর্তে দরকার।”

X