ভারতীয় দলে রোহিত শর্মার জায়গা কেড়ে নিতে চলেছেন রিশভ পন্থ, বিস্ফোরক বয়ান এই তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ‍্য শেষ হয়েছে চলতি বছরের এশিয়া কাপ। সেই এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা। ষষ্ঠবারের জন্য এশিয়ার সর্ব সেরার শিরোপা নিজেদের ঘরে তুলেছে দ্বীপরাষ্ট্র। তাদের এই জয়ের পর তাদের কুর্নিশ জানিয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। ফিল্ম পরিস্থিতির মধ্য থেকে আন্ডারডগ তা নিয়েও কিভাবে স্বপ্ন সত্যি করা যায় তা প্রমাণ করে দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

কিন্তু এই টুর্নামেন্টে অনেক প্রত্যাশা ছিল সকলের ভারতকে নিয়ে। কিন্তু রোহিত শর্মারা চূড়ান্ত হতাশ করেছেন এই টুর্নামেন্টে। ভারতীয় দল সুপার ফোর পর্যায়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। অধিনায়ক রোহিত জানিয়েছিলেন যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের দল ৮০ থেকে ৯০ শতাংশ তৈরি রয়েছে। কিন্তু ভারতীয় দল যা পারফরম্যান্স করেছে তারপর হয়তো প্রথম থেকে আবার ভাবা শুরু করতে হবে রাহুল দ্রাবিড় ও রোহিতকে।

ইতিমধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে ওপেনিং। লোকেশ রাহুল কুঁচকির চোট সারিয়ে ভারতীয় দলে ফেরার পর আর আগের ফর্মে নেই। এই অবস্থায় অনেকেই দাবি করছেন যে ফর্মে থাকা বিরাট কোহলিকেই, রোহিত শর্মার ওপেনিং পার্টনার হিসেবে পাঠানো হোক। এবার এই নিয়ে নিজের মতামত ব্যক্ত করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর।

জাফর নিজে একটি টুইট করে বলেছেন যে তিনি মনে করেন যে এবার হয়তো রিশভ পন্থকে দিয়ে ওপেন করানোর সময় এসে গিয়েছে। তিনি জানিয়েছেন যে তিনি সত্যিই খুব চিন্তিত এই নিয়ে যে কোন জায়গায় খেলালে রিশভ পন্থের কাছ থেকে তার সেরাটা বার করে আনা যাবে। তার মতে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির সময় মহেন্দ্র সিংহ ধোনি যেভাবে রোহিত শর্মাকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তুলে এনেছিলেন এবার রোহিত শর্মা নিজেই সেই কাজটা করুক রিশভ পন্থের সাথে কারণ তারকা উইকেটরক্ষক মিডল অর্ডারে এই ফরম্যাটে নিজেদের সেরাটা দিতে এখনও অবধি ব্যর্থ।

সাভার জানিয়েছেন যে তিনি মনে করছেন এইমুহূর্তে রোহিত শর্মাকে যদি চার নম্বরে ব্যাট করতে পাঠানো হয় তাহলেও তার খুব একটা অসুবিধা হবে না। তিনি মনে করেন রিশভ পন্ত, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবকে এই ক্রমানুযায়ী টিম ইন্ডিয়ার টপ অর্ডারে জায়গা দেওয়া উচিত।

Reetabrata Deb

সম্পর্কিত খবর