অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে অনিশ্চিত ঋদ্ধিমান সাহা, কারন ঋষভ পন্থ

বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়া এ বনাম ভারত এ দলের প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স করে ঋদ্ধিমান সাহা কে চাপে ফেলে দিলেন ঋষভ পান্থ। প্রথম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে নির্বাচকদের দলে নেওয়ার ব্যাপারে জোর দাবি রেখেছিলেন ঋদ্ধিমান সাহা। তবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সিডনিতে দ্বিতীয় ইনিংসে মারকাটারী সেঞ্চুরি করে ঋদ্ধিমান সাহার দলে নির্বাচন অনিশ্চিত করে দিলেন ঋষভ পান্থ।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ঝোড়ো ইনিংস খেলে 73 বলে 103 রানের করেন ঋষভ পান্থ। এইদিন শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন ঋষভ পান্থ। দিনের একদম শেষ ওভারের আগে পর্যন্ত 81 রানে ছিলেন পন্থ। শেষ ওভারে চারটি চার এবং একটি ছয় মেরে 22 রান তুলে নিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করে ফেলেন ঋষভ পান্থ।

2476925041c36a57e0c68f457c63f272a09f9bd6461f1ddeccb997219be43b3ccc7b15819

তবে এই দিন ঋষভ পান্থের পাশাপাশি ভারতীয় দলের হয়ে সেঞ্চুরি করেন হনুমা বিহারি। 194 বল খেলে 104 রান করে তিনিও প্রথম টেস্টে দলে থাকার জোর দাবি রেখেছেন। তবে ঋষভ পন্থ যেহেতু একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান তাই পন্থের এই দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের এর ফলে অনিশ্চিত হয়ে পড়ল অ্যাডিলেডে প্রথম টেস্টে ঋদ্ধিমান সাহার সুযোগ পাওয়া।


Udayan Biswas

সম্পর্কিত খবর