বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশজুড়ে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় 50 লাখের কাছাকাছি। আর সেই কারণেই ভারত থেকে সরিয়ে বিদেশের মাটিতে আইপিএল আয়োজন করছে বিসিসিআই। সব দিক বিচার বিবেচনা করে সংযুক্ত আরব আমিরশাহীকেই আইপিএল আয়োজনের জন্য সব থেকে সুরক্ষিত ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
এই মুহূর্তে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি দল আইপিএল খেলার জন্য দুবাইয়ের মাটিতে পা রেখেছে। সকলকেই ভাগ করে দেওয়া হয়েছে স্টেডিয়াম। আর সেই সমস্ত স্টেডিয়াম গুলিতে ইতিমধ্যেই চুটিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে ক্রিকেটাররা। অন্যান্য দল গুলির মত আইপিএল খেলতে দুবাই পৌঁছে শারজায় স্টেডিয়ামে নিজেদের অনুশীলন শুরু করছে দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যেই দুবাই আইপিএলের চূড়ান্ত সূচিও প্রকাশ করে দিয়েছে বিসিসিআই।
An Indian southpaw smashing sixes off spinners at will in Sharjah 🔥
Well, where have we heard that before? 😉#Dream11IPL #YehHaiNayiDilli @RishabhPant17 pic.twitter.com/u0MqpKEftE
— Delhi Capitals (@DelhiCapitals) September 8, 2020
এইদিন দিল্লি ক্যাপিটালস দলের অনুশীলনের সময় দিল্লির ব্যাটসম্যান ঋষভ পন্থ পরপর তিন বলে তিনটি ছক্কা মারেন, তিনবারই বল গিয়ে পড়ে সোজা স্টেডিয়ামের ছাদের উপর। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর এই ভিডিও দেখেই ঠিক 22 বছর আগের সৌরভ গাঙ্গুলির স্মৃতি ফিরে এলো।
জিম্বাবুয়ের বিরুদ্ধে কোকাকোলা ট্রফিতে এই স্টেডিয়ামেই শচীন টেন্ডুলকারের সঙ্গে ব্যাটিং করার সময় জিম্বাবুয়ের বোলার ফ্লাওয়ারকে স্টেপ আউট করে সৌরভ গাঙ্গুলি পরপর তিনটি ছক্কা মারেন। আর সেই তিনটি বলই স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে। একই রকম ভাবে এইদিন ঋষভ পন্থও তিনটি বড় ছক্কা মারেন। আর এটা দেখে অনেকে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলির কথা মনে করেন, সৌরভ গাঙ্গুলির কোকা কোলা ট্রফির সেই ব্যাটিংয়ের কথা মনে করিয়ে দেন।