নিজের সংষ্কৃতির উপরে বিশ্বাস থাকা চাই, বলিউডে কারোর কম্ম নয়, দাবি কানতারা অভিনেতার

বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির সাফল্যের মুকুটে নয়া পালক যোগ করেছে ‘কানতারা’ (Kantara)। রিষভ শেট্টি (Rishav Shetty) পরিচালিত এবং অভিনীত কন্নড় ছবিটি নিয়ে মাতামাতি পৌঁছে গিয়েছে বলিউডেও (Bollywood)। নামমাত্র বাজেটে, তথাকথিত সুপারস্টার হীন ছবিটি শুধুমাত্র গল্পের জোরে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছে দর্শকদের। বিভিন্ন ইন্ডাস্ট্রির তাবড় অভিনেতা অভিনেত্রীরা কানতারার প্রশংসায় পঞ্চমুখ। বাহবা দিয়েছেন কঙ্গনা রানাওয়াতও। তবে রিষভের মতে, কানতারা বলিউডে তৈরি করার ক্ষমতা কারোর নেই।

কন্নড় ছবিটির তেলুগু, মালয়ালম এবং হিন্দি সংষ্করণ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এবং খুব ভাল সাড়াও মিলছে দর্শকদের তরফে। গত ১৪ অক্টোবর কানতারার হিন্দি সংষ্করণ মুক্তি পেয়েছে। দু সপ্তাহের মধ্যেই ৪০ কোটি টাকা তুলে নিয়েছে ছবিটি। বর্তমানের রিমেক ট্রেন্ডের কথা মাথায় রেখে রিষভকে প্রশ্ন করা হয়েছিল, কানতারার হিন্দি রিমেকের কথা কি তিনি ভাবছেন?

Kantara
উত্তরে এক রকম চমকে দিয়েই রিষভ বলেন, তাঁর মতে কানতারার হিন্দি রিমেক হওয়া উচিত নয়। তাছাড়া ছবিটি ইতিমধ্যেই হিন্দি ভাষায় ডাবিং করে মুক্তি পেয়েছে। তাই আর হিন্দি রিমেকের প্রয়োজন নেই। রিষভের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যদি ছবিটি হিন্দিতে তৈরি করা হত তাহলে তাঁর চরিত্রটি কোন অভিনেতার করা উচিত?

পরিচালক স্পষ্ট উত্তর দেন, কোনো বলিউড অভিনেতারই ক্ষমতা নেই তাঁর চরিত্রটি করার। কারণ এর জন্য নিজের শিকড়, নিজের সংষ্কৃতির উপরে বিশ্বাস থাকা জরুরি। বলিউডে অনেক বড় স্টারেরা থাকতে পারেন, কিন্তু তাঁরা কেউই চরিত্রটি করতে পারবেন না বলেই জানান রিষভ।


Niranjana Nag

সম্পর্কিত খবর