কড়া সমালোচক ছিলেন ছেলের, রণবীরের এই ছবি ফ্লপ হবে, আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ঋষি

বাংলাহান্ট ডেস্ক : চার বছর কেটে গিয়েছে প্রয়াত হয়েছেন ঋষি কাপুর (Rishi Kapoor)। দীর্ঘ অসুস্থতার পর ২০২০ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রেখে যান স্ত্রী, পুত্র, কন্যা সহ ভরা পরিবার। তবে এখনো তাঁর স্মৃতি ঘুরেফিরে আসে ইন্ডাস্ট্রির মানুষদের মনে। বরাবর স্পষ্টবাদী ছিলেন ঋষি (Rishi Kapoor)। তাঁর মনে যা ছিল, মুখেও তাই। এমনকি সন্তানদের সঙ্গেও একই রকম ব্যবহার ছিল অভিনেতার।

এই ছবি ফ্লপ হবে বলেছিলেন ঋষি (Rishi Kapoor)

পরিবারের ধারা মেনেই ঋষির (Rishi Kapoor) পর বলিউডে পা রাখেন পুত্র রণবীর। তবে ছেলের কাজ নিয়ে নাকি যথেষ্ট সমালোচনা করতেন বর্ষীয়ান অভিনেতা। এমনকি রণবীরের কোন ছবি হিট হবে আর কোনটা ফ্লপ তাও আগে থেকেই বলে দিতে পারতেন তিনি! সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে মুখ খোলেন রণবীর। সেখানেই তিনি জানান, ঋষি (Rishi Kapoor) নাকি বলেছিলেন ছেলের ডেবিউ ছবি ফ্লপ হবে।

Rishi Kapoor predicted this film of Ranbir will flop

রণবীরের কাজ নিয়ে আগ্রহ ছিল ঋষির: আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে নিজের পরিবার সম্পর্কে কথা বলতে শোনা যায় রণবীরকে। সেখানেই তিনি জানান, ‘বরফি’ ছবিটি মুক্তির একদিন আগে ছবিটি দেখেই তাঁকে ফোন করেছিলেন ঋষি (Rishi Kapoor)। বলেছিলেন, রণবীর অভিনয় তো ভালোই করেন, তবে এবার আর্ট ফিল্ম করা বন্ধ করা উচিত তাঁর। আবার রণবীরের আরেকটি জনপ্রিয় ছবি ‘রকস্টার’ এর মুক্তির আগেও ছেলেকে ফোন করে ঋষি (Rishi Kapoor) জানতে চেয়েছিলেন, ছবির শেষে নায়িকা ফিরে আসেন নাকি তাঁর মৃত্যু হয়?

আরো পড়ুন : বিয়েবাড়িতে গান গেয়ে ডুপ্লেক্স ফ্ল্যাট! ১ ঘন্টার পারফরম্যান্সের জন্য কত টাকা নেন অরিজিৎ?

এই ছবির সেটে গিয়েছিলেন ঋষি কাপুর: আসলে রণবীর জানান, ঋষি (Rishi Kapoor) এমন ছবি ভালোবাসতেন যেগুলোর শেষটা হয় সম্পূর্ণ। স্মৃতিচারণ করে রণবীর বলেন, তিনি যখন নিজের ডেবিউ ছবি ‘সাওয়ারিয়া’র শুটিং করছিলেন তখন ঋষিও (Rishi Kapoor) এসেছিলেন সেটে। কিন্তু সেখানে গিয়েই নানান প্রশ্ন করতে শুরু করেন তিনি। এখানে বুদ্ধ মূর্তি কেন, এত জানলা কেন, শুধু সোনম আর রণবীর কেন হাঁটছেন, দিন নয়, রাত কেন এমন হাজারো প্রশ্ন।

আরো পড়ুন : ছোট ফ্ল্যাটে মানুষ করেছিলেন বাবা মা, ‘এতটা কষ্ট…’, পুরনো কথা মনে করে কেঁদে ভাসালেন রচনা

তবে রণবীর বলেন, সেট থেকে বেরোনোর পর ঋষি স্ত্রী নীতুকে বলেছিলেন, এই ছবি ফ্লপ হবে। আর হয়েছিলও তাই। ইন্ডাস্ট্রিতে এখন সফল হলেও মুখ থুবড়ে পড়েছিল রণবীরের ডেবিউ ছবি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর