এয়ারপোর্টে ফোন ধরিয়ে দেয় একজন… দুবার মুখোমুখি সাক্ষাৎ দাউদের সঙ্গে! কেমন ছিল ঋষি কাপুরের অভিজ্ঞতা?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের একজন খ্যাতনামা অভিনেতা ছিলেন ঋষি কাপুর (Rishi Kapoor)। কাপুর খানদানের যোগ্য উত্তরাধিকারী, যিনি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বহু ক্লাসিক ছবি উপহার দিয়েছিলেন। তবে ব্যক্তিগত জীবনও তাঁর সিনেমার থেকে কম কিছু ছিল না। সেসব কিছু নিজের আত্মজীবনী ‘খুল্লাম খুল্লা’তে লিখে রেখে গিয়েছেন ঋষি (Rishi Kapoor)। এমনকি উল্লেখ করেছেন ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের কথাও।

দাউদের সঙ্গে সাক্ষাৎ করেন ঋষি (Rishi Kapoor)

এক সাক্ষাৎকারে ঋষি (Rishi Kapoor) জানিয়েছিলেন, দাউদের সঙ্গে তাঁর দুবার সাক্ষাৎ হয়েছিল। প্রথম বার ১৯৮৮ সালে এবং দ্বিতীয় বার ১৯৮৯ এ। দুবারই দুবাইতে সাক্ষাৎ হয়েছিল তাঁদের। প্রথম বারের ব্যাপারে বলতে গিয়ে ঋষি (Rishi Kapoor) জানান, বিমানবন্দরে একজন তাঁর হাতে একটি ফোন ধরিয়ে দিয়ে বলেছিলেন, ‘ভাই আপনার সঙ্গে কথা বলতে চান’। ঋষি ভেবেছিলেন হয়তো বা কোনো ভক্ত। কিন্তু ফোনের ওপারে ছিলেন দাউদ ইব্রাহিম। ঋষিকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

Rishi Kapoor shared experience of meeting with Dawood

অভিনেতার ভক্ত ছিলেন গ্যাংস্টার: অভিনেতা সাক্ষাৎকারে বলেছিলেন, তখনো মুম্বই বিস্ফোরণের ঘটনা ঘটেনি। দাউদ শুধু একজন গ্যাংস্টার হিসেবেই পরিচিত ছিলেন। জানা গিয়েছিল, ঋষি কাপুর (Rishi Kapoor) অভিনীত ‘তওয়াইফ’ ছবি দেখে নাকি অভিনেতার ভক্ত হয়ে ওঠেন দাউদ। কারণ ওই ছবিতে ঋষির চরিত্রের নাম ছিল দাউদ, যিনি একজন মহিলার সম্মান রক্ষা করেছিলেন। এতে নাকি খুশি হয়ে দাউদ তাঁকে বলেছিলেন, তাঁর নাম ইতিবাচক ভাবে ফুটিয়ে তুলেছেন ঋষি। তাই তিনি খুব খুশি হয়েছিলেন অভিনেতার উপরে।

 আরো পড়ুন : ‘মনে হচ্ছিল আল্লু অর্জুনের কোলেই…’, পুষ্পা ২ এর শুটিংয়ে চূড়ান্ত অস্বস্তি! বিষ্ফোরক রশ্মিকা

কী বলেছিলেন দাউদ: ঋষি (Rishi Kapoor) জানান, বহুমূল্য রোলস রয়েসে করে দাউদের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। বিদায় নেওয়ার সময় গ্যাংস্টার নাকি তাঁকে বলেছিলেন, যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তাঁর। টাকা বা অন্য যেকোনো কিছুর, ঋষি (Rishi Kapoor) যেন নিঃসংকোচে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পরের বছরই দুবাইতে স্ত্রী নীতুর সঙ্গে কেনাকাটা করার সময় ফের দাউদের সঙ্গে সাক্ষাৎ হয় ঋষির। সে সময় নিজের মোবাইল নম্বর অভিনেতাকে দিয়েছিলেন গ্যাংস্টার। কিন্তু ভারতে তখনও মোবাইল ফোন আসেইনি। তাই আর পালটা নিজের নম্বর দেওয়া হয়নি ঋষির (Rishi Kapoor)।

আরো পড়ুন : বাংলাদেশের পর “টার্গেট” ভারত? আরাকান আর্মির মণিপুর সীমান্তে অনুপ্রবেশ ঘিরে বাড়ছে আশঙ্কা

অভিনেতা জানিয়েছিলেন, ওই দিনের পর আর কখনো তাঁদের মধ্যে কথা হয়নি। ভারতের উপরে দাউদ দাউদের হঠাৎ এত ক্ষোভের কারণ কী ছিল তাও তিনি জানেন না। তবে তাঁর সঙ্গে দুবারই অত্যন্ত ভালো ব্যবহার তিনি করেছিলেন বলে জানিয়েছিলেন ঋষি কাপুর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর