মৃত‍্যুশয‍্যায় ঋষি কাপুর, আইসিইউর ভিডিও ফাঁসে হাসপাতাল কর্তৃপক্ষের দিকে অভিযোগের আঙুল তুলল FWICE

বাংলাহান্ট ডেস্ক: হাসপাতাল থেকে ফাঁস হয়ে গেল। প্রয়াত ঋষি কাপুরের (Rishi kapoor) মৃত‍্যুশয‍্যার ভিডিও (video)। অভিনেতা প্রয়াত হবার পর হাসপাতালে হিন্দু মতে কিছু রীতি নীতি পালন করেন ছেলে রণবীর। সেই সময়কার ভিডিওই এবার ফাঁস হল সোশ‍্যাল মিডিয়ায়।

rishi kapoor
হাসপাতাল থেকেই লুকনো ক‍্যামেরায় শুট করা হয়েছে এই ভিডিও। এমনই অভিযোগ এনেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজ। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়ীজের (FWICE) সভাপতি অশোক পণ্ডিত এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। একজন বর্ষীয়ান অভিনেতার প্রয়ানের পর তাঁর ছেলে শেষ রীতি পালন করছে। এমন অবস্থায় হাসপাতালের আইসিইউতে হাসপাতালের কর্মীরা কিকরে লুকিয়ে ভিডিও শুট করতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এই কাজ অন‍্যের ব‍্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ বলেও দাবি করেন তিনি। এই মর্মে এইচ এন রিলায়েন্স হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি লিখিত বিবৃতি জারি করেছে FWICE। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হতেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যারা এই ভিডিও অনুমতি না নিয়েই তুলেছে তাদের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

http://www.facebook.com/RFHospital/photos/a.1551270721821344/2609221649359574/?type=3&scmts=scwspsdd&extid=BYbKzaNEdUzMQfMV

ভিডিওতে দেখা গিয়েছে আইসিইউতে বেডে শুয়ে রয়েছে ঋষি কাপুরের নিথর দেহ। তাঁর সামনে দাঁড়িয়ে কিছু নিয়ম পালন করছেন রণবীর। বেশ কয়েকজন পরিচালক, প্রযোজককেও দেখা গিয়েছে এই ভিডিওতে।

এর আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন ঋষি কাপুর ও এক চিকিৎসক তাঁকে তাঁরই ছবির গান গেয়ে শোনাচ্ছেন। গান শুনে আবেগাপ্লুত ঋষি আশীর্বাদও করেন ওই চিকিৎসককে। ভাইরাল হয়ে গিয়েছিল সেই ভিডিও।

Niranjana Nag

সম্পর্কিত খবর