বিয়ের ১২ বছর পর ডিভোর্স! কেন বিচ্ছেদের পথে ঋষি-দেবযানী? ‘আসল কারণ’ ফাঁস করলেন অভিনেতা!

বাংলা হান্ট ডেস্কঃ যীশু-নীলাঞ্জনার পর এবার শোনা যাচ্ছে, ঋষি কৌশিক (Rishi Kaushik) এবং দেবযানীর বিচ্ছেদের গুঞ্জন। বিয়ের ১২ বছর পর তাঁরা ডিভোর্সের পথে হাঁটছেন বলে খবর। কয়েকদিন আগে সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, ‘মেরুদণ্ডহীন, আত্মসম্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সম্মানের’। এবার একটি ভিডিও শেয়ার করে তোলপাড় কাণ্ড বাঁধালেন অভিনেতা।

ভিডিওয় বিস্ফোরক দাবি ঋষি কৌশিকের (Rishi Kaushik)

২০১১ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ঋষি-দেবযানী। এরপর একসঙ্গে কাটিয়েছেন ১২টা বছর। তবে শোনা যাচ্ছে, বিয়ের ৬ মাস পর থেকেই নাকি তাঁদের মধ্যে সমস্যার সূত্রপাত। যদিও সেটা কাউকে বুঝতে দেননি তাঁরা। সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে ‘ইষ্টি কুটুম’ (Ishti Kutum) নায়ক যা যা দাবি করেছেন তাতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে।

ভিডিওর শুরুতেই ঋষি (Rishi Kaushik) বলেন, আজ একটি ছেলে এবং মেয়ের গল্প শোনাবেন তিনি। যদিও সেখানে কারোর নাম নেননি অভিনেতা। সেই গল্পটা খানিকটা এমন, ১২ বছর আগে একটি ছেলে এবং একটি মেয়ের বিয়ে হয়। ছেলেটি একেবারে সাধারণ, ঘরোয়া। অন্যদিকে মেয়েটি বেপরোয়া, উড়নচণ্ডী। ছেলেটি আগে থেকেই জানতো তাঁদের জীবনযাপনের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তাই সে চট করে বিয়েতে রাজি হতে চায়নি। তবে মেয়েটি তাঁকে বারবার বোঝায় বিয়ের পর সে পাল্টে যাবে। শেষ অবধি সেই কথায় বিশ্বাস করে সাত পাকে বাঁধা পড়ার সিদ্ধান্ত নেয় সে।

আরও পড়ুনঃ নিজের বউকেই চুরি করে পালাল নায়ক! আসছে নতুন ধারাবাহিক ‘বউচুরি’, রইল প্রথম প্রোমো

এরপর বিয়ের পর ৬ মাস খুব সুখে সংসার করেছিলেন দু’জনে। তবে এরপর থেকে শুরু হয় সমস্যা। ছেলেটি এবং মেয়েটির কাজের জগৎ আলাদা। মেয়েটি আইটি সংস্থায় ভালো মাইনের চাকরি করে। তবে ছেলেটির সঙ্গে কথায় কথায় খারাপ ব্যবহার করতে শুরু করে। বিয়ের পর নিজেকে বদলানোর কথা বললেও ধীরে ধীরে আরও বেশি বেপরোয়া হয়ে উঠতে শুরু করে সে। ঋষির কথায়, মেয়েটি নাকি বিগত ১২ বছর ধরে কেবলমাত্র ছেলেটির ওপর খবরদারি চালিয়ে গিয়েছে। এভাবে চললে জীবন শেষ করে দিতে হয়, বলেন অভিনেতা।

Rishi Kaushik wife Debjani

মেয়েটিকে এই নিয়ে কিছু বললে নাকি জবাব আসে, তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। ঋষির (Rishi Kaushik) প্রশ্ন, যদি কারোর টিউমার হয় তাহলে কি সেটা বাড়তে বাড়তে ক্যান্সার হতে দেওয়া উচিত? ১২ বছর হয়েছে মানেই অপেক্ষা করে যেতে হবে? মদ্যপান, ধূমপান, রাতে পুরুষ বন্ধুদের সঙ্গে পার্টি করা কি আধুনিকা নারীর বৈশিষ্ট্য?

অভিনেতার কথায়, মেয়েটি নাকি সবার সামনে নিজেকে ভালো দেখায়। এদিকে লোকের কাছে দাবি করে, স্বামীর মানসিক ভারসাম্য নেই। ছেলেটিকে কথায় কথায় কাজের খোঁটা দেয় মেয়েটি। পাল্টা কিছু বলতে গেলেই পুলিশ, কমিশনের ভয় দেখানো হয়। তবে এবার আর ছেলেটি ভয় পাবে না। কারণ কোথায় কী হয়েছে সেও জানে। ঋষি (Rishi Kaushik) নিজের ভিডিওয় কারোর নাম না নিলেও অনেকেরই অনুমান এটি অভিনেতার ব্যক্তিগত জীবনের কাহিনী। এত কষ্টের মধ্যে জীবন কাটানোর থেকে বিচ্ছেদই শ্রেয় বলে মত নেটাগরিকদের।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর