শপথ গ্রহণের আগেই অ্যাকশন মুডে ঋষি সুনক, ৪ মন্ত্রীকে ইস্তফার নির্দেশ, ফিরিয়ে আনলেন প্রাক্তনদের

   

বাংলাহান্ট ডেস্ক : এখনও আনুষ্ঠানিক ভাবে শপথ নেওয়া হয়নি তাঁর। তারপরও প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েই কাজ শুরু করে দিলেন ঋষি সুনক (Rishi Sunak)। দীপাবলির দিনই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয় তাঁর নাম। আগামী ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ঋষি। এর আগেই বিরাট রদল-বদল মন্ত্রীসভায়। এক ঝাঁক মন্ত্রীকে পদ থেকে ছাঁটাই করলেন তিনি। এরই সঙ্গে লিজ ট্রাসে সময় ইস্তফা দেওয়া বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় ফেরালেন তিনি।

রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে দেখা করার আগেই ঋষি সুনক জানান, এক মুহূর্তও সময় নষ্ট না করে, কাজ শুরু করবেন তিনি। এক ঘণ্টার মধ্যে লিজ ট্রাসের মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে পদ ছাড়ার নির্দেশ দিলেন। যারা মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যেও বেশ কয়েকজনকে ফিরিয়ে আনলেন। ব্রিটেনের নতুন উপপ্রধানমন্ত্রী ডমিনিক রাব। বরিস জনসনের আমলেও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন রাব। অর্থমন্ত্রী পদে ফিরি এসেছেন জেরেমি হান্ট। বাণিজ্যমন্ত্রকের দায়িত্ব  পেলেন গ্রান্ট শ্যাপস। নিজের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্রেভারমানকেও ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী ঋষি। লিজ ট্রাসের সঙ্গে মতপার্থক্যের জেরে গত ২০ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এই সুয়েলা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও অবধি চারজন মন্ত্রীকে পদ ছাড়তে বলেছেন ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনক। তারা হলেন বাণিজ্য সচিব জেকব রিস মগ, আইন সচিব ব্রান্ডন লুইস, পেনশন সচিব ক্লোয়ি স্মিথ ও উন্নয়ন মন্ত্রী ভিকি ফোর্ড। পুরনো মন্ত্রীদের মধ্যে যাদের ফিরিয়ে আনছেন সুনক, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডমিনিক রাব। জানা যাচ্ছে, উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়াও সেক্রেটারি অব স্টেট ফর জাস্টিসের দায়িত্বও দেওয়া হবে তাঁকে। জেরেমি হান্টকে ফের অর্থমন্ত্রী পদেই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে।

ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা ব্রেভারম্যান, যিনি লিজ ট্রাসের মন্ত্রীসভায় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু মতবিরোধের কারণে গত ২০ অক্টোবর ইস্তফা দিয়েছিলেন, তাঁকেও মন্ত্রিসভায় ফিরিয়ে আনলেন ঋষি সুনক। তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট পদে দায়িত্ব পালন করবেন বলেই খবর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর