ভারতের স্বাধীনতার ৭৫ বছরে কুচিপুড়ি নেচে তাক লাগাল ঋষি সুনকের মেয়ে! প্রশংসা বিশ্ব জুড়ে

বাংলাহান্ট ডেস্ক : একেবারে ‘বাপ কা বেটি’। লন্ডনের কুচিপুড়ি নৃত্যানুষ্ঠানে নেচে সবাইকে চমকে দিলেন ব্রিটেনের (UK) প্রধানমন্ত্রী ঋষি সুনকের (Rishi Sunak) মেয়ে অনুষ্কা। ৪ থেকে ৮৫ বছরের নানা বয়সি ১০০ শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। সেখানে ছিল সুনাক-কন্যাও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা, ঠাকুরদা, ঠাকুমাও। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত অক্টোবরে ব্রিটেনের প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। এদেশের সঙ্গে তার শিকড়ের টান নিয়ে শোনা গিয়েছে নানা কথা। একাধিক বার ভারতীয় সংস্কৃতির কথা শোনা যায় তাঁর মুখে। এদিন লন্ডনের ‘রং ২০২২’ অনুষ্ঠানের ফাঁকে ৯ বছরের অনুষ্কাকেও এই নিয়ে কথা বলতে দেখা যায়। ঠিক কী বলেছে সে? তার কথায়, ‘ভারত হল সেই দেশ যেখান থেকে আমি এসেছি। সেখানে আমার পরিবার, বাড়ি ও সংস্কৃতি মিলেমিশে গিয়েছে। আমি সেদেশে প্রতি বছরই যাই।’

1fd94b3655

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় নৃত্য সম্পর্কেও আগ্রহ দেখিয়েছে অনুষ্কা। সে জানায়, ‘আমি কুচিপুড়ি পছন্দ করি। নাচের সময় সব চিন্তা আর ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়।’

গত মাসেই লিজ স্ট্রাসের ইস্তফার পরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে আসীন হন সুনক। তাঁকে নিয়ে ভারতীয়দের উচ্ছ্বাসের শেষ নেই। যদিও ক্ষমতায় আসার অল্প দিনের মধ্যেই ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভিতরে ‘বিদ্রোহে’র জেরে বিপাকে পড়েছেন তিনি। ডাউনিং স্ট্রিট সূত্রে খবর, বিবাদ শুরু হয়েছে একটি গৃহনির্মাণ প্রকল্পকে নিয়ে। সুনক (Rishi Sunak) ) নাকি প্রকল্পের একটি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। আরে তাতেই ক্ষুব্ধ অনেকে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে, বিভিন্ন ইস্যু ও নীতিগত মতপার্থক্যের জেরে কনজারভেটিভ পার্টি এখন খুব খারাপ অবস্থায় রয়েছে। সেই বিদ্রোহ কিছুতেই দমাতে পারছেন না সুনক। সমস্যা আরও বাড়িয়ে নতুন প্রশাসনের বিরুদ্ধে বরিস জনসনের অনুগামীরাও সুর চড়াতে শুরু করেছেন বলে জানা গেছে।

Sudipto

সম্পর্কিত খবর