‘ছেলে বাইরে থেকে ফিরলে আমরাও একসঙ্গে শুই’, সিরিয়ালে ফুলশয্যা বিতর্কে জবাব মানালির শাশুড়ির

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Serial) বিষয়বস্তু নিয়ে বিতর্ক লেগেই থাকে। এখন যেমন আলোচনায় রয়েছে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। জি বাংলার এই ধারাবাহিকে সম্প্রতি দেখানো একটি দৃশ্য নিয়ে বিস্তর সমালোচনা চলছে নেটপাড়ায়। নায়িকা শিমুলের ফুলশয্যার রাতে বিছানায় ছেলের সঙ্গে শাশুড়ির ঘুমানোর দৃশ্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছাতেই মুখ খুললেন শিমুলের অনস্ক্রিন শাশুড়ি অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী।

মাত্র কিছুদিন হল শুরু হয়েছে কার কাছে কই মনের কথা। প্রোমোতে ভিন্ন ধরণের গল্পের আভাস দিলেও এখন দেখা যাচ্ছে, বিয়ে হতে না হতেই শিমুলকে উঠতে বসতে কথা শোনাচ্ছে শাশুড়ি। সাম্প্রতিক অতীতে বেশ কিছু সংলাপ, দৃশ্যের জন্যও বিতর্ক হয়েছে। কিন্তু একটি দৃশ্য সবকিছু ছাপিয়ে গিয়েছে।

   

Rita dutta chakraborty on kar kache koi moner kotha controversy

শিমুলের ফুলশয্যার দৃশ্যে দেখা গিয়েছে, বুকে ব্যথা নিয়ে মাঝরাতে ছেলে বউমার ঘরে চলে এসেছে শাশুড়ি। শেষমেষ ফুলশয্যার খাটেই ছেলেকে জড়িয়ে ধরে শুয়ে পড়েন তিনি। আর শিমুলের জায়গা হয় খাটের পাশে সোফায়। এই দৃশ্য দেখেই বিষম খাওয়ার জোগাড় দর্শকদের একটা বড় অংশের। সিরিয়ালের গল্পের অধপতনের অভিযোগ তুলে সরব হয়েছেন তারা।

এমনিতেই সিরিয়ালের গল্পে অতিরিক্ত কূটকাচালি, পরকীয়া দেখানোর অভিযোগ ওঠে। এর আগে ‘সোহাগ জল’ সিরিয়ালে বিধবা বৌদিকে দেওরের সন্তানের মা হতে দেখানোয় ছিছিক্কার করেছিলেন দর্শকরা। এবার মা ছেলের ফুলশয্যার দৃশ্য নিয়ে তীব্র বিরোধিতায় সরব হয়েছেন অনেকে।

সম্প্রতি বিষয়টা নিয়ে এক সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হয় অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তীর সঙ্গে। তিনি স্পষ্টই বলেন, সিরিয়ালে যা দেখানো হয়েছে তার সঙ্গে শহরের বাসিন্দারা তেমন মিল পাবেন না ঠিকই, তবে লেখিকা কিছু একটা বুঝেছেন বলেই লিখেছেন। সেই সঙ্গে তিনি এও বলেন, সোশ্যাল মিডিয়ায় তিনি বিশেষ সক্রিয় নন তাই সেখানে কী আলোচনা হচ্ছে তা তিনি জানেন না।

তবে রীতা বলেন, যারা মা ছেলের ফুলশয্যার মতো কথা বলছে তারা আসলে নিজেদের বিকৃত মানসিকতারই পরিচয় দিচ্ছেন। সেই সঙ্গে অভিনেত্রীর বক্তব্য, তাঁর ছেলেও বাইরে থেকে কলকাতায় ফিরলে তাঁরা একসঙ্গে ঘুমান। এতে খারাপের কিছু দেখছেন না বলেই মন্তব্য করেন রীতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর