পায়ে চোট লেগে হাঁটার ক্ষমতা হারিয়েছেন, হুইল চেয়ারে বসেই ইভেন্টে হাজির ঋতাভরী

বাংলাহান্ট ডেস্ক: সমস‍্যা যেন পিছু ছাড়ছে না অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর (ritabhari chakrabarty)। মাস কয়েক আগেই ফিসচুলায় ভুগে শয‍্যাশায়ী হয়ে পড়েছিলেন। অস্ত্রোপচারের পর কিছুটা স্বাভাবিক হতে না হতে ফের চোট। এবার লেগেছে পায়ে। গোড়ালিতে আঘাত পায়ে হাঁটাচলার ক্ষমতাও হারিয়েছেন ঋতাভরী। কিন্তু সেই অবস্থাতেই হুইল চেয়ারে করে একটি ইভেন্টে যোগ দিতে পৌঁছালেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন ঋতাভরী। সেখানে সেজেগুজে হুইল চেয়ারে বসে ইভেন্টে যেতে দেখা গিয়েছে তাঁকে। সেই সঙ্গে নিজের চোট লাগা পায়ের ছবিও শেয়ার করেছেন ঋতাভরী। গোড়ালিতে এখন ক্রেপ ব‍্যান্ডেজ বাঁধা। একটি বালিশের উপরে পা টাকে বিশ্রামে রেখেছেন তিনি।

Ritabhari Chakraborty
পোস্টের ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি হুইল চেয়ারে করে গিয়েছিলাম, খুব ব‍্যথা কিন্তু মুখে হাসি ছিল। আমার শক্তির চেয়ে বড় আর কোনো ব‍্যথা নেই। এখনো পর্যন্ত যত ইভেন্ট ও ক‍্যাম্পেন আমি করেছি, এটা তার মধ‍্যে থেকে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। কারণ আমি আসা থেকে যাওয়া পর্যন্ত হুইল চেয়ারেই কাটিয়েছি।’

ঋতাভরী আরো জানিয়েছেন, ইভেন্টের দিন সকালেই গোড়ালিতে চোট পেয়েছিলেন তিনি। এখনো হাঁটতে পারছেন না ব‍্যথার কারণে। কিন্তু গত এক বছরে যা যা তিনি সহ‍্য করেছেন, এখন আর কোনো কিছুই তাঁকে নিজেই প্রতিশ্রুতি পালন থেকে আটকে রাখতে পারবে না। নিজের অতীতের যন্ত্রণা থেকেই শক্তি পেয়েছেন ঋতাভরী।

https://www.instagram.com/p/CVe_7lqvp0S/?utm_medium=copy_link

গত মার্চেই অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর ফিসচুলার অস্ত্রোপচার সফল হয়েছে। গত ৭ মাস ধরে ফিসচুলায় কষ্ট পাচ্ছিলেন তিনি। গত বছরের অগস্টেও এই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। সেই সময় ঋতাভরীর মা জানিয়েছিলেন, তাঁর সমস‍্যাটা হল পেরিঅ্যানাল অ্যাবসেস অর্থাৎ মলদ্বারের কাছে ফোঁড়া।

গত ৭ মাস তাঁর অত‍্যন্ত যন্ত্রণার মধ‍্যে দিয়ে কেটেছে‌ এমনকি হাঁটতে চলতেও কষ্ট হত। তাই অস্ত্রোপচারই চূড়ান্ত উপায় ছিল সুস্থ হওয়ার। চিকিৎসকরা জানিয়েছিলেন, ফেলে রাখলে সমস‍্যা বাড়বে বই কমবে না। তাই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর