চলতি বছরেই বাগদান, ডেস্টিনেশন ওয়েডিংয়ের তারিখ ফাঁস করলেন ঋতাভরী!

বাংলাহান্ট ডেস্ক: চক্রবর্তী পরিবারে বিয়ের সানাই আর থামছে না। এই কিছুদিন আগেই আইনি বিয়ে সেরেছেন ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakrabarty) দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী। এবার পালা বোনের। বর তো আগে থেকেই ঠিক করা রয়েছে। লিভ ইনও করছেন দুজনে। শুধু বাগদান পর্ব সেরে ছাদনাতলায় ঢোকার পালা। সেই পরিকল্পনাটাও শুরু করে দিয়েছেন ঋতাভরী।

সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষৎকারে অভিনেত্রী জানান, চলতি বছরের শেষেই বাগদান পর্ব সারবেন তিনি। আগামী বছর বসবেন বিয়ের পিঁড়িতে। বলিউডি ধাঁচে ডেস্টিনেশন ওয়েডিং সারার ইচ্ছা আছে বলে জানান ঋতাভরী। যদিও জায়গাটার নাম এখনো খোলসা করেননি তিনি।

IMG 20220427 173625 1
পেশায় মনোবিদ ঋতাভরীর হবু স্বামী তথাগত চট্টোপাধ‍্যায়। জীবনের সবথেকে কঠিন সময়ে চিকিৎসক তথাগতকে পাশে পেয়েছিলেন তিনি। তাই যেখানে মনের মিল হতে অন্তত পাঁচ ছয় বছর সময় লাগে, সেখানে তাঁদের লেগেছে মাত্র কয়েক মাস। একটি ক্লিনিকের উদ্বোধনে গিয়ে প্রথম বার তথাগতর সঙ্গে সাক্ষাৎ হয় ঋতাভরীর।

তবে তাঁদের পরিচয় বাড়ে যখন অভিনেত্রী নিজের এক বান্ধবীকে তথাগতর চেম্বারে নিয়ে যান। গত বছরের মার্চ মাসে দ্বিতীয় বার অস্ত্রোপচার হয় ঋতাভরীর। তখনি ধীরে ধীরে দুজনের মধ‍্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। ২০২১ এ জীবনের খুব কঠিন সময়ের মধ‍্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। সেই সময়টা তথাগত তাঁর পাশে ছিলেন।

ঋতাভরী জানান, তথাগত তাঁকে সবথেকে খারাপ সময়টায় দেখেছে। তাই তাঁর সঙ্গে অনায়াসেই মিশে যেতে পেরেছিলেন অভিনেত্রী। এমনকি প্রেমিকের সামনে মেকআপ করে সুন্দরী হয়ে ওঠারও প্রয়োজন মনে করেন না তিনি। দুজনে ঘন্টার পর ঘন্টা পছন্দের কাজ করে যেতে পারেন। আপাতত দুজনেই সল্টলেকে একটি বাড়ি কিনে সেখানে একসঙ্গে থাকছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর