হঠাৎ করেই সিনেমা হলে পৌঁছে গেলেন ঋতাভরী, দর্শকদের সঙ্গে দিলেন জমিয়ে আড্ডা

   

বাংলাহান্ট ডেস্ক : চলতি মাসের ১২ তারিখ বক্স অফিসে মুক্তি পেয়েছে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) এবং ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) অভিনীত ছবি ‘ফাটাফাটি’ (Fatafati)। মুক্তির পর থেকে ব্যাপক সাফল্য পাচ্ছে এই ছবি। নিত্যদিন প্রেক্ষাগৃহে উপচে পড়ছে দর্শকদের ভিড়। তাঁদের কতটা পছন্দ হয়েছে এই ছবি? এবার সেই উত্তর পেতে নিজেই পেক্ষাগৃহে পৌঁছে গেলেন পর্দার ফুল্লরা।

শনিবার অর্থাৎ ১৩ই মে পেক্ষাপৃহ পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী। দক্ষিণ কলকাতায় একটি নামী মাল্টিপ্যাক্স এবং নন্দনে পৌঁছে  গিয়েছিলেন তিনি। সরাসরি দর্শকদের কাছে জানতে চাইলেন কেমন লাগছে ‘ফাটাফাটি’। সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরেছেন সেই ছবি। এদিন বাঙালি সাজে দর্শকদের মাঝে হাজির হয়েছিলেন পর্দার ফুল্লরা।

Ritabhari Chakraborty

অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ‘ফাটাফাটি’ সমাজের চোখে বেঁধে রাখা কাপড় যেন টেনে খুলে দিয়েছে। এই ছবির মূল গল্প রচিত হয়েছে ফুল্লরা ভাদুড়িকে ঘিরে। বরাবরই মোটা হওয়ার জন্য পরিবার এবং সমাজের কাছে খোঁটা শুনতে হয়েছে তাঁকে। তবে সর্বদা তার পাশে দাঁড়িয়েছেন তাঁর স্বামী এবং দেওর।

‘সৌন্দর্য্য মানে রোগা কিংবা মোটা নয়। সৌন্দর্য্য মানে নিজেকে সুন্দর করে গড়ে তোলা’। সাধারণ মানুষকে সেই বার্তা দিতেই তৈরি হয়েছে এই ছবির গল্প। শক্ত গল্পের বুনোটে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজের নানান দিক। খলনায়িকার চরিত্রে ধরা দিয়েছেন স্বস্তিকা। সকলকে এই ছবি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন স্বয়ং ঋতাভরী।

ছবির প্রচারে কোনরকম খামতি রাখেননি দুই তারকা। এমনকি পর্দার ফুল্লরা ওরফে ঋতাভরী পৌঁছে গিয়েছিলেন বেশ কিছু মহিলাদের কাছে, যারা নিজ নিজ ভূমিকায় আসলেই ফাটাফাটি। তাদের হাতে বেশ কিছু উপহারও তুলে দেন অভিনেত্রী।

Avatar
additiya

সম্পর্কিত খবর