বলিউড পাড়ি দিচ্ছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’, ঋতাভরীর ছবিতে সুযোগ পাওয়া নিয়ে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক: ঋতাভরী চক্রবর্তীর (ritabhari chakrabarty) কেরিয়ারে অন‍্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। অরিত্র মুখোপাধ‍্যায়ের পরিচালনা ও শিবপ্রসাদ মুখোপাধ‍্যায়ের প্রযোজনায় এই ছবিটি দেশ বিদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে স্বীকৃতি পেয়ে এসেছে। এবার এক নতুন পালক জুড়ল ছবিটির সাফল‍্যের মুকুটে। বলিউড (bollywood) পাড়ি দিচ্ছে ব্রহ্মা জানেন গোপন কম্মটি।

সম্প্রতি এমনি সুখবর জানিয়েছেন ছবির পরিচালক ও প্রযোজক। বলিউডে প্রযোজকদের বেশ পছন্দ হয়েছে ছবির চিত্রনাট‍্য। এই প্রসঙ্গে আনন্দবাজার ডিজিটালকে শিবপ্রসাদ জানান, চিত্রনাট‍্য নিয়ে কাজ চলছে এখন। যেহেতু হিন্দিতে তৈরি হবে ছবিটি তাই কয়েকটি জিনিস পরিবর্তন হবে।

Ritabhari Chakraborty 1
‘আর্যা’ ওয়েব সিরিজের লেখিকা এই ছবিতেও যুক্ত রয়েছেন বলে জানান শিবপ্রসাদ। বাংলা ছবিতে ক‍্যামেরার পেছনে যারা যারা ছিলেন তারাই থাকবেন হিন্দি ছবিতেও। তবে কে কোন ভূমিকায় থাকবে তা খোলসা করেননি তিনি। হিন্দি ছবিতেও ঋতাভরীই অভিনয় করবেন কিনা তাও স্পষ্ট করে বলেননি তিনি।

তবে শিবপ্রসাদের কথায়, বর্তমানে ভারতবর্ষে যা পরিস্থিতি তাতে এমন ছবিই তৈরি হওয়ার প্রয়োজন। অপরদিকে ছবির পরিচালক অরিত্র মুখোপাধ‍্যায় জানান আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা। সেখানেও স্বীকৃতি পেয়েছে ব্রহ্মা জানেন গোপন কম্মটি।

এক একটি দৃশ‍্যে হাততালির বন‍্যার কথাও জানান পরিচালক। পাশাপাশি তিনি আরো জানান, শুধু ঋতাভরী নন। এমন ছবি যদি বলিউডে তৈরি হয় তাহলে আরো অনেকেই অভিনয় করতে চাইবেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর