মাসে মাসে বান্ধবী বদলায় ঋতব্রতর, ‘দাদাগিরি’তে এসেই হাটে হাঁড়ি ভাঙলেন ঋদ্ধি

বাংলাহান্ট ডেস্ক: ‘দাদাগিরি’তে (dadagiri) আসবে অথচ দাদার গুগলির মুখে পড়ে সিক্রেট ফাঁস হবে না তা কখনো হয়নি আর হবেও না! আর ঠিক সেটাই হল অভিনেতা ঋতব্রত মুখোপাধ‍্যায়ের (ritabrata mukherjee) সঙ্গে। ভরা মঞ্চে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (sourav ganguly) সামনেই তাঁর ব‍্যক্তিগত জীবনের গোপন কথা ফাঁস করে দিলেন তাঁরই প্রিয় বন্ধু ঋদ্ধি সেন (riddhi sen)।

ঋতব্রত নাকি মাসে মাসে প্রেমিকা বদল করেন! হ‍্যাঁ, দাদাগিরিতে এসে এমনি দাবি করে বসেছেন ঋদ্ধি। আসলে সম্প্রতি ‘অনুসন্ধান’ ছবির গোটা টিমকে নিয়ে দাদাগিরি খেলতে এসেছিলেন ঋদ্ধি। তিনি ও ঋতব্রত ছাড়াও ছিলেন সুরঙ্গনা বন্দ‍্যোপাধ‍্যায়, পায়েল সরকার, প্রিয়াঙ্কা সরকাররা।

1619830021 plus2 1
সেখানেই পায়েল সঞ্চালক সৌরভকে জিজ্ঞাসা করেন প্রেমিকা থেকে জীবনসঙ্গিনী হিসাবে ডোনা গঙ্গোপাধ‍্যায়ের পরিবর্তনটা কবে বুঝতে পারলেন তিনি। উত্তরে স্বভাবোচিত মজা করে সৌরভ বলেন, বুঝতে পারেননি এখনো বুঝতে পারেন না। তবে প্রেমিকা ডোনাই বেশি ভাল ছিল বলে মত সৌরভের। কারণ বেশি প্রশ্ন করতেন না তখন।

সৌরভের জন‍্য আরো একটি প্রশ্ন ছিল পায়েলের। ডোনার যখন রাগ হয় তখন তিনি কী করেন? সৌরভের তৎক্ষণাৎ উত্তর, “আমাকে দেখতেই পায় না তখন”। তবে তারপরেই বিসিসিআই সভাপতির বক্তব‍্য, তাঁদের অনেক বছর হয়ে গিয়েছে দাম্পত‍্যের। এখন সবটাই সয়ে গিয়েছে। নতুনদেরই একটু চাপ।

https://www.instagram.com/tv/CXGNVN0o58b/?utm_medium=copy_link

দাদার কথা শুনে ঘাড় নাড়িয়ে সম্মতি জানান ঋদ্ধি। সঙ্গে সঙ্গে সৌরভের প্রশ্ন, ওর তো বান্ধবীই নেই! ঘাড় নাড়ছে কেন? আসলে সুরঙ্গনা যে ঋদ্ধির বান্ধবী তা জানতেন না সৌরভ। সেকথা জানিয়েই ঋদ্ধি বলেন, ছয় বছর একসঙ্গে কাটিয়ে দিয়েছেন তাঁরা। তারপরেই পাশের পোডিয়ামে দাঁড়ানো ঋতব্রতর দিকে তাকিয়ে তিনি বলে বসেন, “আমার তো তাও ছয় বছর হয়ে গিয়েছে। ঋতব্রত তো মাসে মাসে প্রেমিকা বদল করে!”

IMG 20211207 131004
ঋদ্ধির কথা শুনে হাসি চাপতে পারেননি সৌরভও। তবে ঋতব্রতকে সমর্থনও করেন তিনি। একটি প্রবাদ উল্লেখ করে সৌরভ বলেন, “কথায় আছে তুমি যদি অনেককে খুশি রাখতে পারো তাহলে একজনকে কেন দুঃখ দেবে। ঋতব্রত সেটাই মেনে চলে আর কী!” ব‍্যস, দাদার সমর্থন পেয়েই মুখে হাসি ঋতব্রতর। আগামী শনি বা রবিবার জি বাংলায় দেখা যাবে দাদাগিরির এই বিশেষ এপিসোড। গত ৩ রা ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অনুসন্ধান’।

Niranjana Nag

সম্পর্কিত খবর