বাংলাহান্ট ডেস্ক: সহ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে সম্পর্কও যে স্থায়ী রূপ নিতে পারে তার প্রমাণ রিতেশ দেশমুখ (Riteish Deshmukh) এবং জেনেলিয়া ডিসুজা (Genelia D’souza)। একসঙ্গে কাজ করার সূত্রে দুজনের বন্ধুত্বের সূত্রপাত, তারপর প্রেম আর শেষে বিয়ে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে হয়েও অভিনয়ে পা রেখেছিলেন রিতেশ। তারপর বাড়ির বউ হয়ে আসেন জেনেলিয়া। একে একে জন্ম হয় দুই ছেলে রিয়ান এবং রাহিলের।
বলিউডের সুখী দম্পতিদের তালিকায় প্রথম দিকেই নাম থাকবে রিতেশ জেনেলিয়ার। দুজনে যা সিদ্ধান্ত নেন তা একসঙ্গেই নেন। যেমন পাঁচ বছর আগে নিরামিষাশী হওয়ার সিদ্ধান্ত নেন রিতেশ জেনেলিয়া। আমিষ চিরতরে বর্জন করে সম্পূর্ণ নিরামিষ খাবারের উপরেই জীবন অতিবাহিত করছিলেন দুজনে।
দু বছর আগে ফের এক বড় সিদ্ধান্ত নেন রিতেশ জেনেলিয়া। এবারে ‘ভিগানিজম’ আপন করে নেন তাঁরা। অর্থাৎ প্রাণীজ সমস্ত খাবারই বর্জন করেছেন তাঁরা। এমনকি ছোট দুই ছেলেকেও নাকি এখন থেকেই আমিষ খাবার ছাড়িয়ে ভিগান বানিয়ে দিয়েছেন রিতেশ জেনেলিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিব্রিটি দম্পতি জানান, ২০২০ সালে করোনা পরিস্থিতির সময়েই তাঁরা দুধ খাওয়া ছেড়ে দিয়েছিলেন, ভাল লাগত না। জেনেলিয়া জানান, ভিগান খাবার খাওয়া শুরু করার পর থেকে ত্বকে ঔজ্জ্বল্য বেড়েছে, রক্ত পরীক্ষার রিপোর্টে অনেক পরিবর্তন এসেছে। আগের থেকে উদ্যমও বেড়েছে বলে জানান অভিনেত্রী।
প্রথমে তিনি এবং রিতেশ ভিগান খাবার খাওয়া শুরু করেন। তারপর ধীরে ধীরে ছেলেদেরও একই ধরণের খাবার দেওয়া শুরু করেন। জেনেলিয়া জানান, তাঁদের প্রথমে ট্রোলড হতে হয়েছিল সন্তানদের ডিম, দুধের মতো প্রোটিনযুক্ত খাবার না দেওয়ার জন্য। কিন্তু অভিনেত্রী জানান, তিনি জেনেবুঝে, আগে পড়াশোনা করে তবেই সন্তানদের জন্য সঠিক খাবার দিয়েছেন। নিজেদের ভিগান খাবারের একটি ব্র্যান্ডও তৈরি করেছেন রিতেশ জেনেলিয়া।