বাংলা ছবিতে অভিষেক রিতেশ দেশমুখের, স্ক্রিন শেয়ার করবেন ঋতুপর্ণার সঙ্গে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা রিতেশ দেশমুখ (riteish deshmukh)। এতদিন হিন্দি ও মারাঠি ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। তবে এবার বাংলা ছবিতে অভিষেক করতে চলেছেন রিতেশ। টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (rituparna sengupta) সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অভিনেতাকে।

ঋতুপর্ণা ও শন বন্দ‍্যোপাধ‍্যায় অভিনীত ছবি ‘অন্তর্দৃষ্টি’তে দেখা যেতে চলেছে রিতেশকে। জানা যাচ্ছে ক‍্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবি প্রসঙ্গে ঋতুপর্ণা বলেন, রিতেশ তাঁর বসের ভূমিকায় অভিনয় করছেন। আপাতত মুম্বইয়ে শুটিং চলছে। এর আগে উত্তরাখন্ডেও হয়েছে ছবির শুটিং। রিতেশের সঙ্গে জমিয়ে আড্ডাও দিয়েছেন ঋতুপর্ণা।


এটা রিতেশের সঙ্গে দ্বিতীয় ছবি অভিনেত্রীর। এর আগে পরিচালক ডেভিড ধাওয়ানের ‘ডু নট ডিসটার্ব’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিলেন ঋতুপর্ণা ও রিতেশ। অভিনেত্রী বলেন, বাংলা ছবিতে কাজ করার ইচ্ছা রয়েছে রিতেশের। ভাল চিত্রনাট‍্যের সন্ধানে রয়েছেন তিনি। তা পেলে বাংলা ছবিতে আরো কাজ করবেন বলে নাকি জানিয়েছেন বলি অভিনেতা।

প্রসঙ্গত, অন্তর্দৃষ্টি ছবিতে প্রথমবারের জন‍্য দেখা যাবে ঋতুপর্ণা-শন জুটিকে। থ্রিলার ধর্মী এই ছবিটি আসলে স্প‍্যানিশ ফিল্ম ‘জুলিয়াস আইজ’ এর বাংলা রিমেক। তবে শুধু বাংলা নয়, হিন্দি, তামিল, কন্নড় সহ মোট চারটি ভাষায় রিমেক হচ্ছে ছবিটি। হিন্দি সংষ্করণে অভিনয় করছেন তাপসী পন্নু। শীঘ্রই হিন্দি রিমেকের শুটিং শেষ হবে বলে খবর।

বাংলা সংষ্করণের শুটিং শেষেরও আর বেশ দেরি নেই। আপাতত মুম্বইতে চলছে শুট। সব ঠিক মতো এগোলে আগামী বছরেই মুক্তির আলো দেখতে পারে এই ছবি। গত বছরের গোটাটাই সিঙ্গাপুরে কাটিয়েছিলেন ঋতুপর্ণা। লকডাউনের মধ‍্যে সেখানেই আটকে পড়েন তিনি। অবশেষে পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই নতুন বছরের শুরুতে কলকাতায় পা রাখেন অভিনেত্রী। কলকাতায় ফিরেই শুটিংয়ের কাজে ব‍্যস্ত হয়ে পড়েন তিনি।

X