মাদার্স ডে উপলক্ষে মেয়ের সঙ্গে হিন্দি গানের তালে নাচলেন ঋতুপর্ণা, মুহূর্তে ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের চিরন্তন ‘কুইন’ বলতে কার মুখ সবার প্রথমে চোখের সামনে ভেসে ওঠে? বেশিরভাগ উত্তর আসবে , ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta)। নব্বইয়ের দশক থেকে এখনও পর্যন্ত প্রায় ১০০ র বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি। শুধুমাত্র বাংলা নয়, তাঁর ছবির তালিকায় রয়েছে হিন্দি, তেলুগুর মতো ছবিও। এখন খুব একটা বড়পর্দায় তাঁকে দেখা না গেলেও যখন যে ছবি করেন সেই ছবিই বেশ হিট হয় বক্স অফিসে।

rituparna sengupta 20161210 1200x675 3
ব‍্যস্ত শিডিউল, সংসার থেকে সময় বের করে সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন ঋতুপর্ণা। অন‍্যান‍্য তারকাদের মতো তিনিও মাঝে মাঝেই ফটোশুট করেন বিভিন্ন ম‍্যাগাজিনের জন‍্য। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন মা ও বটে।

https://www.instagram.com/p/B_HTrpCgaX-/?igshid=1tt2pyiorhjv8

https://www.instagram.com/p/B-zgxRHgF5f/?igshid=15ow4w6fk9l3y

https://www.instagram.com/p/B9_RWyxA5p4/?igshid=8o9sc9z0zf60

তাই আজ মাতৃদিবসে মেয়ে রিশনার সঙ্গে একটি নাচের ভিডিও শেয়ার করলেন ঋতু। মাধুরী দীক্ষিতের জনপ্রিয় গান ‘আজা নাচলে’র সুরে নেচেছেন মা মেয়ে। ছোট্ট রিশনাকেও দেখা গিয়েছে মায়ের সঙ্গে তাল মিলিয়ে নাচতে।

https://www.instagram.com/tv/CAAAHivAY0S/?igshid=u4q09gb12hgj

https://www.instagram.com/p/B_6l_O7AFwj/?igshid=e1bxd9e05cub

মাদার্স ডে উপলক্ষেই এই ভিডিও শেয়ার করেছেন ঋতুপর্ণা। অনুরাগীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। প্রসঙ্গত, এই মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছেন ঋতুপর্ণা। লকডাউনের আগে থেকেই সেখানে রয়েছেন তিনি। সিঙ্গাপুর থেকেই ভিডিও রেকর্ড করে রাজ চক্রবর্তীর শর্টফিল্মে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন এদেশের দুঃস্থ মানুষদের দিকেও।

Niranjana Nag

সম্পর্কিত খবর