দীর্ঘ দশ মাস পর সিঙ্গাপু্র থেকে কলকাতা, প্রসেনজিৎ নন, এই অভিনেতার সঙ্গে প্রথম ছবি করছেন ঋতুপর্ণা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই সিঙ্গাপুর (singapore) থেকে কলকাতায় ফিরেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta)। লকডাউনের আগে থেকেই সপরিবারে সিঙ্গাপুরে আটকে পড়েছিলেন তিনি। দীর্ঘ দশ মাস সেখানে কাটিয়ে অবশেষে কলকাতা ফিরলেন ঋতুপর্ণা। আর ফিরেই শুটিং ফ্লোরে, নিজের কাজের জগতে অভিনেত্রী।

নতুন বছরে ‘সল্ট’ ছবির শুটিং শুরু করলেন ঋতুপর্ণা। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সানি রায়। ঋতুপর্ণার বিপরীতে ছবিতে রয়েছেন চন্দন রায় স‍্যান‍্যাল (chandan roy sanyal)। এর আগে ‘মহানগর অ্যাট কলকাতা’ ছবিতে দেখা গিয়েছিল ঋতুপর্ণা চন্দন জুটিকে। এই ছবিতে ঋতুর স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দনকে।


ছবিতে চন্দনকে একজন আর্কিটেক্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দুজনের বারো বছরের দাম্পত‍্য জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। ঋতুপর্ণা ও চন্দন ছাড়াও ছবিতে রয়েছেন শুভম ও ঈশান মজুমদার। কলকাতা ছাড়া দার্জিলিংয়েও ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি শোনা যায়, একই ছবিতে এবার দেখা যেতে চলেছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা ও দেবশ্রীকে। উইন্ডোজ প্রোডাকশন হাউজ রয়েছে ছবির প্রযোজনার দায়িত্বে। ইতিমধ‍্যেই নাকি শিবপ্রসাদ মুখোপাধ‍্যায় ও নন্দিতা রায় ছবি নিয়ে আলোচনা সেরে ফেলেছেন তিনজনের সঙ্গে। খুব শীঘ্রই ছবির শুটিংও শুরু করার ইচ্ছা রয়েছে তাঁদের বলে জানা গিয়েছে। তবে এখনো এই বিষয়ে মুখ খোলেননি অভিনেতা অভিনেত্রীরা।

প্রসঙ্গত, শেষবার ‘নিরন্তর’ ছবিতে অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন চন্দ্রাশিস রায়। তবে হলে মুক্তি পায়নি সেই ছবি। OTT প্ল‍্যাটফর্মে মুক্তি পায় প্রসেনজিতের ছবি।

লকডাউনের আগে থেকেই সিঙ্গাপুরেই আটকে ছিলেন ঋতুপর্ণা। সবে মাত্র ভারতে ফিরেছেন তিনি। ফিরেই বিমানবন্দরে পোজ দিয়ে ছবি তোলেন অভিনেত্রী। ক‍্যাপশনে লেখেন, ‘কলকাতা, আই অ্যাম ব‍্যাক’।

X