বাংলাহান্ট ডেস্ক: প্রথম বার ছোটপর্দায় মহালয়ার অনুষ্ঠানে মহিষাসুরমর্দিনী হচ্ছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। কালার্স বাংলার তরফে দিন কয়েক আগেই প্রকাশ্যে আনা হয়েছে মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘দেবী দশমহাবিদ্যা’। সেখানেই দেবী দূর্গা রূপে দেখা মিলবে ঋতুপর্ণার। সেই ঝলক প্রকাশ্যে আসার পরেই আরো একটি পোস্টার ভাইরাল হয় নেটমাধ্যমে, আর সেটা নিয়েই যত গণ্ডগোল।
‘ইনি বিনি টাপা টিনি, মহিষাসুরমর্দিনী’, এই একটি কথা লেখা এবং দূর্গা রূপে ঋতুপর্ণার ছবি দেওয়া একটি পোস্টার ব্যাপক ভাইরাল হয় নেটপাড়ায়। ছিল সংশ্লিষ্ট চ্যানেলের লোগোও। এরপরেই বিতর্ক বাড়ে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান নিয়ে চটুল প্রচার করার জন্য। অভিযোগ ওঠে সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে।
কিন্তু সত্যিই কি ওই চ্যানেলের তরফেই প্রচারের উদ্দেশে ব্যবহার করা হয়েছিল জনপ্রিয় গানের লাইনগুলো? অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন ঋতুপর্ণা। তাঁর দাবি, ভাইরাল ছবিটি ভুয়ো। কালার্স বাংলার মহিষাসুরমর্দিনীর সঙ্গে ওই পোস্টারের কোনো সম্পর্ক নেই। দুটোকে এক করে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এটা সত্যিই খুব দুঃখজনক।
প্রসঙ্গত, এবারে কালার্স বাংলা চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানের নাম ‘দেবী দশমহাবিদ্যা’। কিন্তু যে পোস্টারটি ভাইরাল হয়েছে সেখানে লেখা হয়েছে, ‘ইনি বিনি টাপা টিনি, মহিষাসুরমর্দিনী’। আসলে মাস কয়েক আগে মুক্তিপ্রাপ্ত ‘বেলাশুরু’ ছবির ‘টাপা টিনি’ গানটি ব্যাপক ভাইরাল হয়েছিল। গানে নাচতে দেখা গিয়েছিল ঋতুপর্ণাকে।
তাই ছন্দ মিলিয়ে মহিষাসুরমর্দিনীর সঙ্গে এডিট করে জুড়ে দেওয়া হয়েছে গানের লাইন দুটি। চ্যানেলের তরফে শেয়ার করা ভিডিওটি দেখলেই স্পষ্ট বোঝা যায় যে ভাইরাল পোস্টারটি আসলে ভুয়ো। তবে এ নিয়ে কম বিতর্ক, ট্রোল হয়নি।
https://www.instagram.com/reel/ChEL0yMPzn9/?igshid=YmMyMTA2M2Y=
ঋতুপর্ণাকে মহিষাসুরমর্দিনী রূপে দেখেও অনেকে কটাক্ষ করেছেন। কেউ কটাক্ষ করছেন, বুড়ি দূর্গা! আবার কারোর প্রশ্ন, আর কাউকে পেল না চ্যানেল? একজন লিখেছেন, ঋতুপর্ণা অভিনয় ভাল করেন এটা ঠিক। কিন্তু দেবী দূর্গা রূপে তাঁকে ঠিক মানাচ্ছে না। তবে ঋতুপর্ণা এসব ট্রোলে পাত্তা দিতে রাজি নন। ব্যস্ত শিডিউলের মধ্যে থেকেও সময় বের করে ভোর পর্যন্ত কাজ করেছেন তিনি ও তাঁর টিম।