ভাঙতে নয় গড়তে জানেন, দীর্ঘ ২২ বছর কাটিয়ে বিবাহ বার্ষিকীতে আবেগঘন ঋতুপর্ণা

বাংলাহান্ট ডেস্ক: বলিউড থেকে টলিউড, কান পাতলেই এখন তারকাদের বিচ্ছেদের গুঞ্জন। প্রেম করে বিয়ে সেরেও কয়েক বছর পর ফাটল ধরছে সংসারে। কারণ হিসাবে উঠে আসছে কখনো তৃতীয় ব‍্যক্তি, কখনো বা অন‍্য কোনো বিষয়। এতশত বিচ্ছেদের খবরের মাঝে ঋতুপর্ণা সেনগুপ্তের (rituparna sengupta) বৈবাহিক জীবন ব‍্যতিক্রম। সেই যে ২২ বছর আগে স্বামী সঞ্জয় চক্রবর্তীর হাতটা ধরেছিলেন তিনি, সে হাত এখনো ছাড়েননি। দেখতে দেখতে ২২ বছর সুখে দুঃখে একসঙ্গে কাটিয়ে ফেললেন টলি ইন্ডাস্ট্রির এই ‘পাওয়ার কাপল’।

১৯৯৯ এর ১৩ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন ঋতুপর্ণা। স্বামী সঞ্জয় ছিলেন প্রাইভেট অ্যাকুটি ইনভেস্টর। প্রেম করে বিয়ে সেরেছিলেন ঋতুপর্ণা সঞ্জয়। কিন্তু বিয়ের পরেও টলিপাড়ায় প্রেমের গুঞ্জন উঠেছিল ঋতুপর্ণাকে নিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় ও ঋতুপর্ণার ‘বিশেষ’ সম্পর্ক নিয়ে এখনো আলোচনা হয়।

RT 1639738813153
কিন্তু এত গুঞ্জনের মধ‍্যেও নিজের বিবাহিত সম্পর্কে কোনো ছাপ পড়তে দেননি ঋতুপর্ণা। আজ এতগুলো বছর পরেও তাঁর দাম্পত‍্য একই রকম রঙিন। তার প্রমাণ সোশ‍্যাল মিডিয়ার ছবি। সিঙ্গাপুরে স্বামী, সন্তানরা থাকে। ঋতুপর্ণা অর্ধেক সময় থাকেন কলকাতায়, অর্ধেক সময় সিঙ্গাপুরে।

AKAA 1639739775315
বিবাহিত জীবন বরাবরই ‘লং ডিসট‍্যান্স’ থেকেছে ঋতুপর্ণার। শোনা যায়, এমন সম্পর্ক নাকি বেশিদিন টেকে না। এদিক থেকেও ব‍্যক্তিক্রম ঋতুপর্ণা পঞ্জয়। কাজের বাইরে নিজের সংসারের জন‍্য ঠিক সময় বের করে নেন তিনি। ২২ তম বিবাহ বার্ষিকীতে সঞ্জয়ের সঙ্গে একটি বিশেষ ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা।

https://www.instagram.com/p/CXlDhkjvnP4/?utm_medium=copy_link

ছবিতে ডিপ নেক সিক‍্যুইনের পোশাকে ‘এভারগ্রিন’ ঋতুপর্ণা। পাশে সাদা কালো প্রিন্টেড শার্টে সঞ্জয়। ক‍্যান্ডেল লাইট ডিনারে মজেছেন তাঁরা। ক‍্যাপশনে ঋতুপর্ণা লিখেছেন, ‘আরো একটা বিবাহ বার্ষিকী চলে গেল। চুপচাপ এবং অন্তরঙ্গ। ঈশ্বরকে অনেক ধন‍্যবাদ আশীর্বাদের জন‍্য। প্রণাম এবং ভালবাসা সবাইকে যারা আমাদের উষ্ণ শুভেচ্ছা পাঠিয়েছেন।’

Niranjana Nag

সম্পর্কিত খবর