বাংলাহান্ট ডেস্ক: গত কয়েকদিন ধরে একটানা সংবাদ শিরোনামে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বিমানে উঠতে না দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। পালটা ক্ষমাও চাইয়েছিলেন সংশ্লিষ্ট বিমান সংস্থাকে। এবার আবারো বড় ধাক্কা পেলেন ঋতুপর্ণা। মারণ রোগে প্রিয়জনকে হারালেন অভিনেত্রী।
নিজের ছোটবেলার প্রিয় বান্ধবী ইন্দুমতিকে হারিয়েছেন ঋতুপর্ণা। ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার বন্ধুবান্ধবদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণা। দুঃসংবাদ দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার শৈশবের প্রিয় বন্ধুকে হারালাম ক্যানসারে। গভীর ভাবে শোকাহত। ওর আত্মার শান্তি কামনা করি। আমরা সেরা শৈশব কাটিয়েছি, সারল্যে ভরপুর। ইন্দুমতি তোমাকে চিরদিন মনে রাখব, আমার চিরসবুজ শৈশবের স্মৃতিতে। ওম শান্তি।’
কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন ঋতুপর্ণা। বিমান সংস্থা ক্ষমা চাওয়ার পরেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। নেটনাগরিকদের অধিকাংশেরই দাবি, গোটা ঘটনায় ঋতুপর্ণারই দোষ ছিল। তিনিই দেরি করে পৌঁছে এখন চোটপাট করছেন বিমান সংস্থার উপরে। আর সংস্থাও ব্যবসা টিকিয়ে রাখার জন্য ক্ষমা চাইতে বাধ্য।
https://www.instagram.com/p/Cbzx6KHPP45/?utm_medium=copy_link
অবশ্য ট্রোলারদের উদ্দেশেও কটাক্ষ করে ঋতুপর্ণা জানিয়েছেন, তিনি নেতিবাচক মন্তব্যগুলি দেখেছেন। তবে এটা তো শুধু নিজের জন্য নয়, গোটা দেশের জন্য বলেছেন তিনি। খুব মন খারাপ ছিল তাঁর। তাই বিচারের জন্য গলা ফাটিয়েছিলেন। এখনো পর্যন্ত তাঁকে যাতায়াত করতে হচ্ছে কাজ শেষ করার জন্য।
অভিনেত্রীর কথায়, ‘ক্ষমা চাওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু যদি বিমানের সময় বদলায় তবে সেটা যাত্রী বা সংস্থাকে আগাম জানানো উচিত। এর জন্য আমাকে আরো যাতায়াত করে কাজটা শেষ করতে হয়েছে। একটি কাজ হারিয়েছি যেটা ওই সময়ে শিডিউল করা ছিল। আশা করছি ভবিষ্যতে এমন ঘটনা আর হবে না। আমি শুধু এটা নিজের জন্য নয়, সমস্ত নাগরিকদের জন্যই বলছি।’