বাংলাহান্ট ডেস্ক: দোলের দিনই দুসংবাদ পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। সকলে যখন রঙের খেলায় মেতেছে, তখন মনে বিষাদের মেঘ অভিনেত্রীর। নিজের কাছের মানুষকে হারিয়েছেন তিনি। সোমবারই এসে পৌঁছেছে তাঁর মৃত্যু সংবাদ। তাই এমন আনন্দের দিনেও বিষন্নতা ঘিরে রেখেছে ঋতুপর্ণাকে।
প্রয়াত জনপ্রিয় বাংলাদেশি নৃত্য পরিচালক মাসুম বাবুল। অনেক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শরীরে বাসা বেঁধেছিল ক্যানসার। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খবরটা পাওয়া ইস্তক মন খারাপ ঋতুপর্ণার। একসঙ্গে বহু ছবিতে কাজ করেছেন দুজনে। বাংলাদেশি ছবিতেও জনপ্রিয়তা রয়েছে ঋতুপর্ণার। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’, ‘কোটি টাকার কাবিন’এর মতো ছবিতে কাজ করেছেন মাসুম বাবুল।
এতদিনের পুরনো বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী। প্রয়াত নৃত্য পরিচালকের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক অনেক ছবি করেছি তোমার সাথে, বাবুল। কত গল্প, কত হাসি, দারুণ দারুণ কাজ। তুমি আমাকে বলতে ‘ম্যাজিক গার্ল’। বড় তাড়াতাড়ি চলে গেলে। অনেক লড়াই করলে। এখন তোমার প্রিয় বন্ধু মান্নাভাই-এর কাছে চলে গেলে। কত কাজ করেছি আমরা সবাই। সব স্মৃতি হয়ে গেল। ভাল থেকো যেখানেই থাকো’।
জানা গিয়েছে, বিগত দেড় বছর ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন নৃত্য পরিচালক মাসুম বাবুল। চিকিৎসা চলছিল তাঁর। ভারতে এসেও চিকিৎসা করিয়েছিলেন বলে খবর। সুস্থ হয়ে গেলেও গত বছর অক্টোবরে আবারো শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। তখন বাংলাদেশেই চিকিৎসা শুরু হয় মাসুমের।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা চলছিল তাঁর। জানা গিয়েছে, চিকিৎসার অর্থভার সামলাতে পারছিল না তাঁর পরিবার। সোমবার বিকেলে নিজের বাড়িতেই প্রয়াত হন মাসুম বাবুল।