বাংলাহান্ট ডেস্ক: সিং রাজপুত হোক কিংবা অভিষেক চট্টোপাধ্যায়। দুই ভিন্ন ইন্ডাস্ট্রির অভিনেতার অকাল মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর (Rituparna Sengupta) দিকে। বছর দুয়েক আগে সুশান্ত মৃত্যুর পর স্বজনপোষণ বিতর্কে যখন দেশ তোলপাড়, তখন টলিউডের স্বজনপোষণ নিয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির দিকে আঙুল তুলেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
সম্প্রতি অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর আরো বেশি বিপাকে পড়েছেন ঋতুপর্ণা। অভিনেতা নিজেও যে কয়েক বছর আগে ইন্ডাস্ট্রির হিট জুটির দিকে আঙুল তুলেছিলেন। নাম না করে বলেছিলেন, ইন্ডাস্ট্রির ‘দাদা’ আর ‘দিদি’র জন্যই বহু কাজ হারিয়েছেন তিনি।
এত অভিযোগ যার বিরুদ্ধে তিনি কী বলছেন? চলতি বছরের শুরুতেই এক সাক্ষাৎকারে স্বজনপোষণ বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন ঋতুপর্ণা। তাঁর বিরুদ্ধে এমনতর অভিযোগ শুনে হতবাক অভিনেত্রী। তাঁর দাবি, টলিউডে আজ তাঁর যে জায়গা সেটা তিনি নিজের যোগ্যতায় বানিয়েছেন।
তাঁর পরিবারের কেউ কোনোদিন অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল না। তিনি নিজেই এই ইন্ডাস্ট্রিতে এসেছেন। তাই নিজে পরিশ্রম করে সাফল্য পেয়েছেন। একটি ছবিতে সাফল্য পেয়েছেন বলেই পরের ছবিতে সুযোগ পেয়েছেন তিনি। তাই তাঁর ক্ষেত্রে স্বজনপোষণ কথাটা খাটে না।
ঋতুপর্ণা বলেছিলেন, তাঁর ক্ষেত্রেও সময়টা সব সময় এক রকম যায়নি। কখনো উঠেছেন, কখনো পড়েছেন। তবে খেলায় হার জিৎ রয়েছে বলেই বিশ্বাস করেন অভিনেত্রী। নিজের যোগ্যতায় লড়াই করতে হয় সকলকে। তাঁর যোগ্যতা ছিল বলেই সারা দেশের বিভিন্ন ভাষার ছবিতে ডাক পেয়েছেন বলে জানান ঋতুপর্ণা।
তবে বহু ভাষার ছবিতে অভিনয় করলেও টলিউডকেই বরাবর বেশি গুরুত্ব দিয়ে এসেছেন ঋতুপর্ণা। তাই বলিউডের প্রথম সারিতে জায়গা হয়নি তাঁর। তবে তা নিয়ে কোনো আক্ষেপ নেই বলেই জানান ঋতুপর্ণা। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার থেকেও বেশি ছেলেমেয়েদের মানুষ করাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল তাঁর কাছে।