ঋতুপর্ণার নতুন প্রতিভা! পুজোর জন‍্য বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান রেকর্ড করলেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনেত্রী হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (bappi lahiri) তো সকলেই চেনেন। গায়িকা ঋতুপর্ণাকে চিনতেন কি? প্রতিভার এই দিকটাই এবার অনুরাগীদের জন‍্য উন্মুক্ত করে দিতে চলেছেন ঋতুপর্ণা। পুজোতে নিজের ভক্তদের জন‍্য এটাই বিশেষ উপহার অভিনেত্রীর তরফে। সুরকার বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান রেকর্ড করলেন অভিনেত্রী।

পুজোতে আসতে চলেছে ঋতুপর্ণার লোকগানের অ্যালবাম ‘ফুলমতি’। বাপ্পি লাহিড়ীর সুরে এই প্রথম গান গাইলেন তিনি। অবশ‍্য পেশাদার গায়িকার মতো রেকর্ডিং স্টুডিওতেও তাঁর পদার্পণ এই প্রথম বার। এতদিন ছবিতেই রবীন্দ্রসঙ্গীতেই শোনা গিয়েছে অভিনেত্রীর কণ্ঠে। জানালেন, ঘরোয়া অনুষ্ঠানেও নাকি গান শোনানোর অনুরোধ পান তিনি।


ঋতুপর্ণার কথায়, “গান আমাকে বরাবরই টানে। ছোট থেকেই নিজের মতো করে গান গাই। তাই বাপ্পি লাহিড়ীর সঙ্গে গান গাওয়াটা আমার কাছে ভাগ‍্যের ব‍্যাপার। তাছাড়া নিজেকে গায়িকা হিসেবে প্রমাণ করারও এটাই একমাত্র সুযোগ।” অভিনেত্রীর এই প্রতিভা দেখে চমকিত বর্ষীয়ান সুরকারও। প্রশংসা করে বললেন, “দারুন গেয়েছে ঋতু। আমার মনে হয় গানটা খুব হিট হবে।” উল্লেখ‍্য, ঋতুপর্ণার সঙ্গে গানে গলা মিলিয়েছেন বাপ্পি লাহিড়ীও।


কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়েছিল, কণ্ঠস্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ী। বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে যেতেই মুখ খোলেন সুরকার। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে একটি বিবৃতি দিয়ে তিনি জানান, এ খবর সম্পূর্ণ ভুয়ো। ‘আমি খুবই হতাশ এটা দেখে যে কিছু সংবাদ মাধ‍্যম আমার স্বাস্থ‍্য নিয়ে ভুয়ো খবর ছড়াচ্ছে। আমার অনুরাগী ও শুভাকাঙ্খীদের আশীর্বাদে আমি ভাল আছি’, বিবৃতিতে এমনটাই লিখেছিলেন তিনি।

সম্পর্কিত খবর

X