বাংলাহান্ট ডেস্ক: এম এ পাশ করে চায়ের দোকান! সমাজের একাংশ নাক সিঁটকোলেও এটাই বাস্তব হাবরার টুকটুকি দাসের কাছে। দরিদ্র মেয়েটি এম এ পাশ করেও স্টেশনে এক চিলতে চায়ের দোকান খুলে বসেছেন, নাম ‘এম এ ইংলিশ চায়েওয়ালি’ (MA English chaiwali)। স্বপ্ন, নিজস্ব ব্র্যান্ড তৈরি করার। গোটা দেশ জুড়েই ছড়িয়ে পড়েছে টুকটুকির নাম। এবার নিজের লড়াইয়ে তিনি পাশে পেয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকেও (rituparna sengupta)।
টুকটুকির লড়াইয়ের কাহিনি শুনেছেন তিনিও। তাঁর ভূয়সী প্রশংসা করে আনন্দবাজার অনলাইনের কাছে তিনি বলেন, টুকটুকি সমাজের বাকি মেয়েদের কাছে উদাহরণ হয়ে উঠছেন। নিজের ব্র্যান্ড বানাতে চায় টুকটুকি। সেই ক্ষমতাও তাঁর মধ্যে রয়েছে। ঋতুপর্ণার বক্তব্য, সব কাজই এমন শূন্য থেকেই শুরু হয়। টুকটুকির শিক্ষাগত যোগ্যতাই তাঁকে সাফল্য পেতে সাহায্য করবে। ভালবাসা জানিয়ে ঋতুপর্ণা জানিয়েছেন, তাঁর বিশ্বাস ‘এম এ ইংলিশ চায়েওয়ালি’ একদিন অনেক বড় ব্র্যান্ড হবে।
ঋতুপর্ণার শুভেচ্ছা পেয়ে স্বাভাবিক ভাবেই আপ্লুত টুকটুকি। এমন একজন মানুষের আশীর্বাদ সঙ্গে থাকলে স্বপ্ন সফল করতে পারবেনই তিনি। জানালেন, নিজের বড় দোকান হলে একদিন ঋতুপর্ণাকে আমন্ত্রণ জানাবেন তাঁর হাতের চা খাওয়াতে। হাবরার তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। দোকান তৈরির জন্য জায়গাও খোঁজা হচ্ছে বলে খবর।
টুকটুকির অনুপ্রেরণা মধ্যপ্রদেশের প্রফুল্ল বিল্লোর। টুকটুকির মতো তিনিও একজন কৃষকের ছেলে হয়ে খুলে বসেছিলেন চায়ের দোকান, ‘এম বি এ চায়ে ওয়ালা’। সেখান থেকে আজ তিনি নিজেই বড় ব্র্যান্ড। গোটা দেশ জুড়েই ছড়িয়ে রয়েছে আউটলেট। ‘এম এ ইংলিশ চায়েওয়ালি’ও এমনি ব্র্যান্ড হবে একদিন, বিশ্বাস টুকটুকির।