সিঙ্গাপুর থেকেই এ রাজ‍্যের অসহায়দের সাহায‍্য করছেন ঋতুপর্ণা, পৌঁছে দিচ্ছেন খাদ‍্য সামগ্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে তিনি রয়েছেন সিঙ্গাপুরে। সেখান থেকেই এ রাজ‍্যের দরিদ্র ও অসহায় মানুষদের জন‍্য সাহায‍্যের (help) হাত বাড়িয়ে দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta)। চাল, ডাল, আলু প্রভৃতি নিত‍্যপ্রয়োজনীয় জিনিস অসহায় (needy) মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন অভিনেত্রী।
Kolkata Endeavour Society নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন ঋতুপর্ণা।

ইতিমধ‍্যেই প্রতিশ্রুতি মতো বাঘাযতীন ও রামগড় এলাকায় অন্তত ২০০ জন মানুষের কাছে জিনিস পৌঁছে দিয়েছেন তিনি। এর আগে টালিগঞ্জ ও লেক গার্ডেন্স এলাকাতেও একইভাবে সাহায‍্য পৌঁছে দিয়েছিলেন অভিনেত্রী। তিনি জানান, প্রতি সপ্তাহে ২০০ জন মানুষের কাছেই সাহায‍্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন ঋতু।

 


শুধু এই সাহায‍্যই নয়, পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রীর ত্রাণ তহবিল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পি এম কেয়ার ফান্ড, দুই মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন অভিনেত্রী। দাঁড়িয়েছেন টালিগঞ্জের সিনেপাড়ার টেকনিশিয়ানদের পাশেও। তাদের সাহায‍্যার্থে ইতিমধ‍্যেই ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন ঋতুপর্ণা। এই পরিস্তিতি যতদিন চলবে ততদিন পর্যন্ত সাহায‍্যের আশ্বাস দিয়েছেন তিনি। জানা গিয়েছে আরও বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার পাশে দাঁড়িয়েছেন ঋতু।


প্রসঙ্গত, পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে ছুটি কাটাচ্ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু এরই মাঝে লকডাউন শুরু হয়ে যাওয়ায় আর দেশে ফিরতে পারেননি তিনি। তাই ওখান থেকেই সাহায‍্য করছেন ও দেশের মানুষের সুরক্ষার জন‍্য প্রার্থনা করছেন ঋতুপর্ণা।

সম্পর্কিত খবর

X