করোনা আক্রান্ত ঋতুপর্ণা, আবারো ফিরলেন সিঙ্গাপুরে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লকডাউনের দীর্ঘ সময়টা সিঙ্গাপুরে কাটিয়ে চলতি বছরের শুরুতেই কলকাতায় ফিরেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta)। জোর কদমে শুরু করে দিয়েছিলেন শুটিংয়ের কাজও। কিন্তু আচমকাই থামতে হল তাঁকে। করোনা (corona) আক্রান্ত হয়েছেন ঋতুপর্ণা। আবারো সিঙ্গাপুরেই ফিরে গিয়েছেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় নিজেই এই খবর জানিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমি অ্যাসিম্পটোম‍্যাটিক এবং চিকিৎসকদের দেওয়া সমস্ত বিধি নিষেধ মেনে চলছি। আমি এখন সিঙ্গাপুরে এবং রিকভারি সেন্টারে নিজেকে কোয়ারেন্টাইন করে রেখেছি। আমি সকলকে অনুরোধ করছি নিশ্চিন্ত ও সুরক্ষিত থাকতে। আমার পরিবার ও কর্মচারীরা সকলেই সুরক্ষিত আছে। সকলকে শুভ কামনার জন‍্য ধন‍্যবাদ জানাই।’

প্রসঙ্গত, কলকাতায় ফিরেই একের পর এক ছবির শুটিং নিয়ে ব‍্যস্ত হয়ে পড়েন ঋতুপর্ণা। বছরে ‘সল্ট’ ছবির শুটিং শুরু করেন ঋতুপর্ণা। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সানি রায়। ঋতুপর্ণার বিপরীতে ছবিতে রয়েছেন চন্দন রায় স‍্যান‍্যাল। এর আগে ‘মহানগর অ্যাট কলকাতা’ ছবিতে দেখা গিয়েছিল ঋতুপর্ণা চন্দন জুটিকে। এই ছবিতে ঋতুর স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দনকে।

https://www.instagram.com/p/CMchPOuLbXa/?igshid=1ivkrngbdiwha

ছবিতে চন্দনকে একজন আর্কিটেক্টের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। দুজনের বারো বছরের দাম্পত‍্য জীবন নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। ঋতুপর্ণা ও চন্দন ছাড়াও ছবিতে রয়েছেন শুভম ও ঈশান মজুমদার।

এছাড়া উত্তরাখণ্ডে চলছিল অন্তর্দৃষ্টি ছবির শুটিং। এই ছবিতে ঋতুপর্ণার বিপরীতে রয়েছেন শন বন্দ‍্যোপাধ‍্যায়। পাশাপাশি উত্তম কুমারের বায়োপিকেও দেখা যাবে ঋতুপর্ণাকে। সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে তাঁকে। গৌরী দেবীর চরিত্রে দেখা যাবে শ্রাবন্তী চ‍্যাটার্জিকে এবং সাবিত্রী চট্টোপাধ‍্যায়ের ভূমিকায় অভিনয় করবেন দিতিপ্রিয়া রায়। উত্তম কুমারের ভূমিকায় রয়েছেন শ্বাশ্বত চ‍্যাটার্জি।

X